image

বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার ঋণ দিতে পারে বিশ্বব্যাংক, জানালেন কর্মকর্তা

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

চলতি অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তাসহ প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে। সহায়তার পরিমাণ আরও বাড়তে পারে, কারণ চলমান প্রকল্পের অর্থ ভিন্ন খাতে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এ তথ্য জানান।

মার্টিন রেইজার বলেন, বৈঠকে কাঠামোগত ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশের অংশীদার এবং এই সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাজেট সহায়তা ছাড়াও স্বাস্থ্য ও জ্বালানি খাতসহ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়নের পরিকল্পনা রয়েছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত পর্ষদ বৈঠকের ওপর নির্ভর করবে বলে জানান রেইজার। তিনি বলেন, "চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। কিছু অর্থ বাজেট সহায়তা হিসেবে এবং বাকিটা বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা হবে।"

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠক নিয়ে জানান, বাজেট সহায়তা, স্বাস্থ্য, জ্বালানি, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা এবং রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক এসব ক্ষেত্রে সহায়তা দিতে আগ্রহী এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান আব্দুল্লায়ে সেকও বৈঠকে উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি