image

সাড়ে ১৫ বছর বঞ্চিত কর্তাদের আবেদনের সময় বাড়ল ৩ দিন

সংবাদ অনলাইন রিপোর্ট

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত অবসরে যাওয়া যেসব কর্মকর্তা নিজেকে বঞ্চিত মনে করেন এবং প্রতিকার আশা করেন তাদের প্রত্যেকের বঞ্চনার ধরণ ও কারণ উল্লেখ করে আগামী ৩ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগ) মো. আব্দুর রউফ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এ আবদেনর সময় ছিল ৩০ সেপ্টেম্বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন করার সময় বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, ২০০৯ সাল থেকে চলতি বছরের ৪ অগাস্টের মধ্যে প্রশাসনের আড়াই হাজারের বেশি কর্মকর্তা ‘বঞ্চনার শিকার’ হয়েছেন বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার।

‘জাতীয়’ : আরও খবর

» উপদেষ্টা পরিষদে জুয়া প্রতিরোধসহ ৮ অধ্যাদেশ অনুমোদন

» বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু

» এবার ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

» নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি: ভোটে ছুটি থাকছে টানা চার দিন

সম্প্রতি