খাদ্য মন্ত্রণালয়ের সচিব হলেন মাসুদুল হাসান

বুধবার, ০২ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাসুদুল হাসান।

আজ বুধবার (২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে একথা বলা হয়। মাসুদুল হাসান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের দায়িত্বে আছেন।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।

ওইদিনই দুই বছরের চুক্তিতে খাদ্য সচিব নিয়োগ পান অবসরে যাওয়া বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তা ইলাহী দাদ খান। তবে তার নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে, এটা জানার পরদিনই মঙ্গলবার (১ অক্টোবর) তার এ নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

‘জাতীয়’ : আরও খবর

» শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

সম্প্রতি