image

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৮টা) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭৭ জনের মৃত্যু হলো।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ৩৪ হাজার ১২১ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে আছেন ১ হাজার ৭৯২ জন। বাকি ১ হাজার ৭৫৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি