গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৮টা) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭৭ জনের মৃত্যু হলো।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ৩৪ হাজার ১২১ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে আছেন ১ হাজার ৭৯২ জন। বাকি ১ হাজার ৭৫৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৮টা) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭৭ জনের মৃত্যু হলো।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ৩৪ হাজার ১২১ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে আছেন ১ হাজার ৭৯২ জন। বাকি ১ হাজার ৭৫৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।