মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতভর পুলিশের অভিযান,আওয়ামী লীগের ৫কর্মী সমর্থকদের আটক করে,হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন গজারিয়া থানা পুলিশ ।
বৃহস্পতি বার (৩আগষ্ট) গজারিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে অফিসার ইনচার্জ মাহাবুর রহমান আওয়ামী লীগের কর্মী সমর্থক (১) মো. তোতা মিয়া বেপারী (৫৫) পিতা-মৃত বনব আলী বেপারী সাং- হোসেন্দী, (২) আব্দুল মান্নান (৪২), পিতা- বাতেন, সাং- আনারপুরা, (৩) নুরে আলম (৩৫), পিতা - মতিন মিজি, সাং- আনারপুরা, (৪) মিঠুন মোল্লা (৩৫), পিতা- দুলাল মোল্লা, সাং- হোসেন্দী, (৫) হারেছ মোস্তফা ( ৬০) পিতা- মৃত আব্দুল আওয়াল প্রধান, সাং- হোসেন্দী, সর্ব থানা গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জকে আটক করে তাদের ( ০৪ আগষ্ট) ২০২৪ তারিখে মুন্সীগঞ্জ সুপার মার্কেটের সামনে বৈষম্য বীরোধি আনন্দোলেনে রিয়াজুল ফরাজী হত্যা মামলায় আসামী করে গ্রেফতার দেখিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
আটক নুরে আলম এর স্ত্রী মরিয়ম আক্তার বলেন,আমার স্বামী একজন সাধারন মানুষ, আওয়ামী লীগের একজন সাধারন সমর্থক,উনার নামে কোন মামলা নেই হঠাৎ গতকাল রাতে ধরে এনে মার্ডার মামলায় আসামি করে দিল,আমি এখন কোথায় যাব,কার কাছে যাবো।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদেরকে আটক করা হয়েছে। সেখানকার থানা পুলিশ তদন্তে প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় বিষয়টি আমাদের জানায়। পরবর্তীতে বিশেষ অভিযানে চালিয়ে তাদের আটক করে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতভর পুলিশের অভিযান,আওয়ামী লীগের ৫কর্মী সমর্থকদের আটক করে,হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন গজারিয়া থানা পুলিশ ।
বৃহস্পতি বার (৩আগষ্ট) গজারিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে অফিসার ইনচার্জ মাহাবুর রহমান আওয়ামী লীগের কর্মী সমর্থক (১) মো. তোতা মিয়া বেপারী (৫৫) পিতা-মৃত বনব আলী বেপারী সাং- হোসেন্দী, (২) আব্দুল মান্নান (৪২), পিতা- বাতেন, সাং- আনারপুরা, (৩) নুরে আলম (৩৫), পিতা - মতিন মিজি, সাং- আনারপুরা, (৪) মিঠুন মোল্লা (৩৫), পিতা- দুলাল মোল্লা, সাং- হোসেন্দী, (৫) হারেছ মোস্তফা ( ৬০) পিতা- মৃত আব্দুল আওয়াল প্রধান, সাং- হোসেন্দী, সর্ব থানা গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জকে আটক করে তাদের ( ০৪ আগষ্ট) ২০২৪ তারিখে মুন্সীগঞ্জ সুপার মার্কেটের সামনে বৈষম্য বীরোধি আনন্দোলেনে রিয়াজুল ফরাজী হত্যা মামলায় আসামী করে গ্রেফতার দেখিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
আটক নুরে আলম এর স্ত্রী মরিয়ম আক্তার বলেন,আমার স্বামী একজন সাধারন মানুষ, আওয়ামী লীগের একজন সাধারন সমর্থক,উনার নামে কোন মামলা নেই হঠাৎ গতকাল রাতে ধরে এনে মার্ডার মামলায় আসামি করে দিল,আমি এখন কোথায় যাব,কার কাছে যাবো।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদেরকে আটক করা হয়েছে। সেখানকার থানা পুলিশ তদন্তে প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় বিষয়টি আমাদের জানায়। পরবর্তীতে বিশেষ অভিযানে চালিয়ে তাদের আটক করে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।