image

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দল নেতা কর্তৃক এএসপি’র বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

ফরিদপুরের সালথা উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম স্থানীয় এক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমিনুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। রোববার ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়। এএসপি সুমিনুর রহমান ছাড়াও মামলায় তার সাবেক দেহরক্ষী আরিফ হোসেনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের মার্চ মাসে এএসপি সুমিনুর রহমান বাদীকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, বাদীকে হেনস্তা ও আর্থিকভাবে ক্ষতির হুমকি দেন। এরপর একটি হত্যা মামলায় তাকে জড়িত করার চেষ্টা করা হয় এবং নির্যাতনের মাধ্যমে চাঁদার টাকা আদায় করা হয়।

তবে অভিযুক্ত এএসপি সুমিনুর রহমান এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি