ফরিদপুরের সালথা উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম স্থানীয় এক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমিনুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। রোববার ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়। এএসপি সুমিনুর রহমান ছাড়াও মামলায় তার সাবেক দেহরক্ষী আরিফ হোসেনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের মার্চ মাসে এএসপি সুমিনুর রহমান বাদীকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, বাদীকে হেনস্তা ও আর্থিকভাবে ক্ষতির হুমকি দেন। এরপর একটি হত্যা মামলায় তাকে জড়িত করার চেষ্টা করা হয় এবং নির্যাতনের মাধ্যমে চাঁদার টাকা আদায় করা হয়।
তবে অভিযুক্ত এএসপি সুমিনুর রহমান এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি