image
ছবি : সংগৃহীত

ফেইসবুক পোস্টের জেরে ওএসডি হওয়া সেই কমিশনার এবার বরখাস্ত

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

ফেইসবুক পোস্টের জেরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া তাপসী তাবাসসুম ঊর্মিকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) হিসেবে কর্মরত তাপসী তাবাসসুমকে (ঊর্মি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি