image
উদ্ধারকৃত হাতবোমা। ছবি: সংগৃহীত

তাঁতিবাজারের পূজা মণ্ডপে পেট্রোল বোমা নিক্ষেপ, ছুরিকাঘাতে আহত ৪

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারে শুক্রবার রাতে দুর্গাপূজার একটি মণ্ডপে পেট্রোল বোমা ছুঁড়ে মেরেছে দুর্বত্তরা। বোমাটি বিস্ফোরিত না হলেও হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় পূজামণ্ডপ থেকে তিন দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ। 

আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো– ঝন্টু, মো. সাগর, মো. খোকন ও বৃত্ত। ককটেল নিক্ষেপ ও ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার তিন জন হলেন, গাইবান্ধার ইউসুফপুরের আকাশ (২৩), পটুয়াখালী সদরের লাউকাটীর মো. হৃদয় (২৩) ও নোয়াখালীর বেগমগঞ্জের মো. জীবন (১৯)।

বর্তমানে তাঁতিবাজার পূজামণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, পূজা চলাকালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত মন্দিরে আচমকা ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ৪ জন স্বেচ্ছাসেবক ছুরিকাঘাতে আহত হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ–কমিশনার মো. জসিম উদ্দিন বলেন, ‘তাঁতীবাজারে পূজা কমিটির মণ্ডপের পাশে ছিনতাইকারীদের ধরতে গেলে তারা কয়েক জনকে ছুরিকাঘাত করে। তাদের কাছে ছুরি–চাকু পাওয়া গেছে। তাদের উদ্দেশ্য কী ছিল আমরা এটা জানার চেষ্টা করছি। আমরা সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছি।’

‘জাতীয়’ : আরও খবর

» খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

» ‘মব সন্ত্রাসে’ হত্যা ২০২৫ সালে আগের বছরের চেয়ে বেড়েছে

সম্প্রতি