image

বৈষম বিরোধী আন্দোলনে উত্তরায় ট্রাকের হেলপার হত্যায় মামলা

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ট্রাকের হেলপার আলমগীর হোসেন হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। ট্রাকের চালক জামিল বাদি হয়ে আজ এ মামলাটি দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়াল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবাধায়ক প্রকৌশলী রফিকুল ইসলামসহ ১২১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গত ৪ আগষ্ট বাদি জামিল ও নিহত আলমগীর হোসেন একটি পিকআপ যোগে বাসা বাড়ির মালামাল সাভার নেয়ার জন্য উত্তরাতে যান। তৎকালীন সময়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে বিক্ষোভ মিছিল শুরু হলে তারা সেখানে আটকা পড়েন। এমতবস্থায় বিক্ষোভরত ছাত্রজনতাকে ছত্রভঙ্গ করার জন্য তারা এলোপাথাড়ি গুলি করলে আলমগীর গুলিবিদ্ধ হয়। বাদি জামিল তাকে সেখান থেকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে আদালত এ ঘটনায় থানায় যদি মামলা না হয়ে থাকে তবে থানায় মামলা গ্রহন করার জন্য উত্তরাপূর্ব থানাকে নির্দেশ দেন। পাশাপাশি এ বিষয়ে আগামি ৭ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্যও বলা হয়।

‘জাতীয়’ : আরও খবর

» গ্যাসের ‘চাপ’ স্বাভাবিক হতে আরও সময় লাগবে: তিতাস

» ৩২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি: সংখ্যালঘুদের ওপর সহিংসতায় দায়ীদের বিচার করতে সরকার ব্যর্থ

» “জুলাই শহীদের পরিবারকে ‘বিক্রি করে’ সমন্বয়করা আজ কোটি টাকার মালিক”

» ব্যাংকখাতে লুটপাটের সংস্কৃতি আর ফিরতে দেয়া হবে না: গভর্নর

» জাতীয় উদ্যানে বনভোজন করলে জেল, সংরক্ষিত বনে ভিডিও করলেও সাজা

» ‘রাজনৈতিক চাপের আশঙ্কা থাকলে নির্বাচন সামলানো কঠিন’: আইজিপি

সম্প্রতি