image

পুলিশ সংস্কারের লক্ষ্যে জনসাধারণের মতামত চাইল পুলিশ সংস্কার কমিশন

রোববার, ০৩ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পুলিশ বাহিনীকে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই লক্ষ্যেই পুলিশ সংস্কার কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সাধারণ জনগণের কাছে ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক তথ্য আহ্বান করেছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুগল ফরমের (https://forms.gle/kcXcL247eTbp3fHk6) লিংক অথবা কমিশনের ওয়েবসাইট (www.prc.mhapsd.gov.bd) থেকে ১৫ নভেম্বরের মধ্যে ‘মূল্যবান মতামত’ জমা দিতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়েছে, মতামত প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং প্রাপ্ত তথ্য শুধুমাত্র সংস্কারের জন্যই ব্যবহৃত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের কিছু সদস্যের সহিংস ভূমিকার কারণে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে।”

গত ৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক সচিব সফর রাজ হোসেনকে প্রধান করে ৯ সদস্যের পূর্ণাঙ্গ পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনটি ৯০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে।

এই কমিশনের প্রধান হিসেবে সফর রাজ হোসেন ছাড়াও, একজন শিক্ষার্থী প্রতিনিধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি