ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, দ্রুতই একটি তদন্ত টিম গঠন করা হবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। বিদ্রোহের পর বিডিআরের নাম পরিবর্তিত হয়ে হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
হত্যা মামলায় ২০১৩ সালে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন, এবং ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। হাই কোর্টে ২০১৭ সালে এই রায়ের আপিল নিষ্পত্তি হলে ১৩৯ জনের মৃত্যুদণ্ড ও ১৮৫ জনের যাবজ্জীবন বহাল থাকে। এর বাইরে বিস্ফোরক আইনে মামলা থাকায় ৪৬৮ জনের মুক্তি আটকে রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিদ্রোহের তদন্ত পুনরায় হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।” তবে পুনঃতদন্তে কমিশন গঠন করা হবে কিনা তা নিশ্চিত করতে না পারলেও তিনি জানান, প্রক্রিয়াটি দ্রুতই শুরু হবে।
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, দ্রুতই একটি তদন্ত টিম গঠন করা হবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। বিদ্রোহের পর বিডিআরের নাম পরিবর্তিত হয়ে হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
হত্যা মামলায় ২০১৩ সালে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন, এবং ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। হাই কোর্টে ২০১৭ সালে এই রায়ের আপিল নিষ্পত্তি হলে ১৩৯ জনের মৃত্যুদণ্ড ও ১৮৫ জনের যাবজ্জীবন বহাল থাকে। এর বাইরে বিস্ফোরক আইনে মামলা থাকায় ৪৬৮ জনের মুক্তি আটকে রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিদ্রোহের তদন্ত পুনরায় হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।” তবে পুনঃতদন্তে কমিশন গঠন করা হবে কিনা তা নিশ্চিত করতে না পারলেও তিনি জানান, প্রক্রিয়াটি দ্রুতই শুরু হবে।