সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তনে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে আরও কিছুটা সময় প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ঢাকায় অধিকাংশ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, ফলে নতুন কর্মকর্তাদের এলাকা চিনতে ও নেটওয়ার্ক তৈরি করতে কিছুটা সময় লাগবে। বিজিবিতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
গত ৫ আগস্ট সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা হয়, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দেয়। থানাগুলোর গুরুত্বপূর্ণ নথি ও আলামত ধ্বংস হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলিসহ পুলিশ বাহিনীতে সংস্কার আনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে আরও উন্নতির প্রয়োজন। বিজিবিকে সীমান্তে জনগণের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। মাদক পাচার বিশেষ করে ফেনসিডিল প্রবেশ ঠেকানোর ওপরও গুরুত্বারোপ করেন উপদেষ্টা।
অপরাধীরা যতই শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হবে না বলে সতর্কবার্তা দেন তিনি। রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি জানান, মানবিক কারণে সীমান্তে কিছু সংখ্যক রোহিঙ্গা প্রবেশ করছে, তবে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ বিষয়ে কোনো তথ্য না থাকার কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, এ বিষয়ে তিনি পরে খোঁজ নেবেন।
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তনে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে আরও কিছুটা সময় প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ঢাকায় অধিকাংশ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, ফলে নতুন কর্মকর্তাদের এলাকা চিনতে ও নেটওয়ার্ক তৈরি করতে কিছুটা সময় লাগবে। বিজিবিতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
গত ৫ আগস্ট সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা হয়, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দেয়। থানাগুলোর গুরুত্বপূর্ণ নথি ও আলামত ধ্বংস হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলিসহ পুলিশ বাহিনীতে সংস্কার আনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে আরও উন্নতির প্রয়োজন। বিজিবিকে সীমান্তে জনগণের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। মাদক পাচার বিশেষ করে ফেনসিডিল প্রবেশ ঠেকানোর ওপরও গুরুত্বারোপ করেন উপদেষ্টা।
অপরাধীরা যতই শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হবে না বলে সতর্কবার্তা দেন তিনি। রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি জানান, মানবিক কারণে সীমান্তে কিছু সংখ্যক রোহিঙ্গা প্রবেশ করছে, তবে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ বিষয়ে কোনো তথ্য না থাকার কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, এ বিষয়ে তিনি পরে খোঁজ নেবেন।