অপরাধী যে দলের যত বড় প্রতাপশালীই হোক না কেন, ছাড় পাবে না বলে হুশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মহানগর এলাকায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন। এ বৈঠকে পুলিশের পাশাপাশি র্যাব ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেছেন, ক্রিমিনাল যেই হোক তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, যত বড় প্রতাপশালী হোক না কেন, যেকোনো দলেরই হোক না কেন- কোনো ছাড় নয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে উন্নতি করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আরো উন্নতি করার জায়গা রয়ে গেছে।
রাজধানীর মোহাম্মদপুরের পরিস্থিতি এখন মোটামুটি সহনীয় পর্যায়ে এসেছে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম বলেন, যেভাবে সহনীয় পর্যায়ে নেওয়া হয়েছে- অন্যান্য এলাকায় সেই মডেলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।
ঢাকার সড়কে দোকান বসায় ট্রাফিক নিয়ন্ত্রণ কঠিন হয়ে দাঁড়ায় জানিয়ে তিনি বলেন, রাস্তার ভিতর অনেক দোকান আছে, সেগুলোকে আপাতত এখান থেকে সরিয়ে দেওয়া দরকার। তবে একটি দোকান সরিয়ে দিলে আরেকটি দোকান তাৎক্ষণিকভাবে বসে- এ বিষয়টি কীভাবে এড়ানো যায়, সে ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন।
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪
অপরাধী যে দলের যত বড় প্রতাপশালীই হোক না কেন, ছাড় পাবে না বলে হুশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মহানগর এলাকায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন। এ বৈঠকে পুলিশের পাশাপাশি র্যাব ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেছেন, ক্রিমিনাল যেই হোক তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, যত বড় প্রতাপশালী হোক না কেন, যেকোনো দলেরই হোক না কেন- কোনো ছাড় নয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে উন্নতি করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আরো উন্নতি করার জায়গা রয়ে গেছে।
রাজধানীর মোহাম্মদপুরের পরিস্থিতি এখন মোটামুটি সহনীয় পর্যায়ে এসেছে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম বলেন, যেভাবে সহনীয় পর্যায়ে নেওয়া হয়েছে- অন্যান্য এলাকায় সেই মডেলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।
ঢাকার সড়কে দোকান বসায় ট্রাফিক নিয়ন্ত্রণ কঠিন হয়ে দাঁড়ায় জানিয়ে তিনি বলেন, রাস্তার ভিতর অনেক দোকান আছে, সেগুলোকে আপাতত এখান থেকে সরিয়ে দেওয়া দরকার। তবে একটি দোকান সরিয়ে দিলে আরেকটি দোকান তাৎক্ষণিকভাবে বসে- এ বিষয়টি কীভাবে এড়ানো যায়, সে ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন।