গাজীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া কলম্বিয়া টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে টিএনজেড গ্রুপের শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
টি অ্যান্ড জেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা সংবাদকে জানান, গত এপ্রিল মাস থেকে কারখানা বন্ধ ছিল। সেপ্টেম্বরে কারখানা খুললেও আমাদের চার মাসের বেতন বকেয়া পড়েছে। ৪ মাসের বকেয়া বেতন না দিয়ে কর্তৃপক্ষ তালবাহানা করছে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বারবার বেতন পরিশোধের তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তাদের ৪ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ না হওয়ায় তারা আজকে সড়েকে নামতে বাধ্য হন। তাই এবার বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন তারা।
পুলিশ জানায়, শনিবার সকালে শ্রমিকরা প্রথমে কারখানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়েক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ ভোগরা জোনের পুলিশ পরিদর্শক ফারুক আলম সংবাদ’কে জানান, ভোগরা বাইপাস পর্যন্ত সড়কেকে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
গাজীপুর মহনগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) বিমল চন্দ্র বর্মন সংবাদ’কে জানান, টি অ্যান্ড জেড কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়কে নেমে আসলে যানজট লেগে যায়। শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এই পোশাক কারখানার শ্রমিকেরা একই দাবি নিয়ে আগেও আন্দোলন করেছিলেন। মালিক পক্ষ তাদের দাবি না মানায় তারা আজকে পুনরায় সড়ক অবরোধ করছেন। তাদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।
ময়মনসিংহ ও টাঙ্গাইলের দিকে এবং ঢাকার দিকে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া সংবাদ’কে জানান, আমি কারখানার মালিক হেদায়েত উল্লাহকে ফোন দিয়েছিলাম তিনি বলেছিলেন আসবে, পরে তিনি আর্মির সঙ্গে কথা বলেছেন। বিজিএমই নেতাদের সঙ্গে কথা বলছেন। প্রিমিয়ার ব্যাংক থেকে এফ ডি আর ভেঙে তিনি শ্রমিকদের পাওনা টাকা নিয়ে আসবেন বলে আমাকে জানালেও এখন পর্যন্ত তিনি আসেননি। শ্রমিকেরা এখনও মহা সড়ক অবরোধ করে আছে।
স্থানীয়রা বলেন, গত প্রায় এক মাস ধরে এই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতার বিষয়টি সুরাহা করছে না। ফলে কয়েক দিন পর পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। ফলে এই মহাসড়কে চলাচলকারী যাত্রী এবং পরিবহন চালকদের প্রায় সময়ই চরম দুর্ভোগ পোহাতে হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহীম খান সংবাদ’কে বলেন, টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার প্রায় এক হাজারের মতো শ্রমিক এই মুহূর্তেও তাদের দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে আছেন। আমরা তাদের সঙ্গে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর অন্যান্য সদস্যরা আলোচনা করছি তারা প্রথমে বলেছিল বিকেল পাঁচটায় মহাসড়ক ছেড়ে দিবে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি সর্বশেষ তারা আমাদেরকে জানিয়েছেন রাত দশটায় তারা সড়ক ছেড়ে দিবেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
অন্যদিকে, বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি জানিয়ে বোর্ড বাজারের এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেড শ্রমিকরা কারখানার নিচে অবস্থান করে কর্মবিরতি পালন করেন। এছাড়া, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বিসিক শিল্পনগরী এলাকায় লাইফ ট্যাক্স লিমিটেড নামক কারখানার শ্রমিকরা ৩৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্ম বিরতি পালন করছে।
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
গাজীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া কলম্বিয়া টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে টিএনজেড গ্রুপের শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
টি অ্যান্ড জেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা সংবাদকে জানান, গত এপ্রিল মাস থেকে কারখানা বন্ধ ছিল। সেপ্টেম্বরে কারখানা খুললেও আমাদের চার মাসের বেতন বকেয়া পড়েছে। ৪ মাসের বকেয়া বেতন না দিয়ে কর্তৃপক্ষ তালবাহানা করছে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বারবার বেতন পরিশোধের তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তাদের ৪ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ না হওয়ায় তারা আজকে সড়েকে নামতে বাধ্য হন। তাই এবার বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন তারা।
পুলিশ জানায়, শনিবার সকালে শ্রমিকরা প্রথমে কারখানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়েক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ ভোগরা জোনের পুলিশ পরিদর্শক ফারুক আলম সংবাদ’কে জানান, ভোগরা বাইপাস পর্যন্ত সড়কেকে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
গাজীপুর মহনগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) বিমল চন্দ্র বর্মন সংবাদ’কে জানান, টি অ্যান্ড জেড কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়কে নেমে আসলে যানজট লেগে যায়। শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এই পোশাক কারখানার শ্রমিকেরা একই দাবি নিয়ে আগেও আন্দোলন করেছিলেন। মালিক পক্ষ তাদের দাবি না মানায় তারা আজকে পুনরায় সড়ক অবরোধ করছেন। তাদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।
ময়মনসিংহ ও টাঙ্গাইলের দিকে এবং ঢাকার দিকে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া সংবাদ’কে জানান, আমি কারখানার মালিক হেদায়েত উল্লাহকে ফোন দিয়েছিলাম তিনি বলেছিলেন আসবে, পরে তিনি আর্মির সঙ্গে কথা বলেছেন। বিজিএমই নেতাদের সঙ্গে কথা বলছেন। প্রিমিয়ার ব্যাংক থেকে এফ ডি আর ভেঙে তিনি শ্রমিকদের পাওনা টাকা নিয়ে আসবেন বলে আমাকে জানালেও এখন পর্যন্ত তিনি আসেননি। শ্রমিকেরা এখনও মহা সড়ক অবরোধ করে আছে।
স্থানীয়রা বলেন, গত প্রায় এক মাস ধরে এই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতার বিষয়টি সুরাহা করছে না। ফলে কয়েক দিন পর পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। ফলে এই মহাসড়কে চলাচলকারী যাত্রী এবং পরিবহন চালকদের প্রায় সময়ই চরম দুর্ভোগ পোহাতে হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহীম খান সংবাদ’কে বলেন, টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার প্রায় এক হাজারের মতো শ্রমিক এই মুহূর্তেও তাদের দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে আছেন। আমরা তাদের সঙ্গে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর অন্যান্য সদস্যরা আলোচনা করছি তারা প্রথমে বলেছিল বিকেল পাঁচটায় মহাসড়ক ছেড়ে দিবে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি সর্বশেষ তারা আমাদেরকে জানিয়েছেন রাত দশটায় তারা সড়ক ছেড়ে দিবেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
অন্যদিকে, বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি জানিয়ে বোর্ড বাজারের এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেড শ্রমিকরা কারখানার নিচে অবস্থান করে কর্মবিরতি পালন করেন। এছাড়া, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বিসিক শিল্পনগরী এলাকায় লাইফ ট্যাক্স লিমিটেড নামক কারখানার শ্রমিকরা ৩৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্ম বিরতি পালন করছে।