দেখা করলো না শিক্ষা সচিব, সচিবালয়ের সামনে অবস্থান জবি শিক্ষার্থীদের

সোমবার, ১১ নভেম্বর ২০২৪
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

https://sangbad.net.bd/images/2024/November/11Nov24/news/IMG-20241111-WA0023.jpg

শিক্ষা সচিব দেখা না করায় সচিবালয়ের সামনে বসে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয় বাজেট বরাদ্দ বৃদ্ধি প্রসঙ্গে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার (১১ নভেম্বর) ক্যাম্পাস থেকে বিশাল মিছিল নিযে গণপদযাত্রা শুরু করে শিকষা ভবনের সামনে এসে অবস্থান নেয়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছিলো স্মারকলিপি নিয়ে। কিন্তু শিক্ষা সচিব নিজে দেখা না করায় প্রতিনিধি দলের সবাই বের হয়ে এসে সচিবালয়ের সামনে বসে পড়ে।

https://sangbad.net.bd/images/2024/November/11Nov24/news/IMG-20241111-WA0022.jpg

আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ১২ সদস্যের প্রতিনিধি দল

আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, আমরা স্মারকলিপি নিয়ে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে প্রবেশ করেছিলাম। কিন্তু সচিব নিজে দেখা না করে প্রতিনিধি পাঠিয়েছে আমাদের সঙ্গে কথা বলতে। আমরা এটা মানি না। এখন আমাদের দাবি শিক্ষা উপদেষ্টা এসে আমাদের দাবি শুনতে হবে।

১২ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন- আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান, সংগঠক একেএম রাকিব, রাইসুল ইসলাম নয়ন, আসাদুল ইসলাম, আবু বকর খান, নওশীন নাওয়ার, সোহান প্রামাণিক, মাসুদ রানা, নূর নবী, ওমর ফারুক, ফেরদৌস শেখ, অপু মুন্সী।

‘জাতীয়’ : আরও খবর

» হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা

» নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই, মান্না ও জামায়াত নেতাসহ অনেকের মনোনয়ন বাতিল

» ত্রয়োদশ সংসদ নির্বাচন: সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও নারী প্রার্থীর হার মাত্র ৪ শতাংশ

সম্প্রতি