বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর পর এবার সচিবালয়ের তিন উপদেষ্টার দপ্তর থেকেও তাঁর ছবি সরানোর ঘটনা ঘটেছে।
আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করতে এসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি না দেখতে পান। এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, উপদেষ্টার দপ্তরে আগে থেকেই ছবি ছিল না।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের দপ্তর থেকেও শেখ মুজিবের ছবি সরানো হয়েছে বলে জানান ওই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ বিল্লাহ।
এদিকে বস্ত্র ও পাট ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিনও শপথ নেওয়ার পর সচিবালয়ে যান, তবে তাঁর দপ্তরেও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ।
এর আগে, বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন। এই পোস্টে একটি ছবিও যুক্ত করেন, যা দরবার হলে তোলা এবং যেখানে দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি না থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে।
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর পর এবার সচিবালয়ের তিন উপদেষ্টার দপ্তর থেকেও তাঁর ছবি সরানোর ঘটনা ঘটেছে।
আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করতে এসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি না দেখতে পান। এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, উপদেষ্টার দপ্তরে আগে থেকেই ছবি ছিল না।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের দপ্তর থেকেও শেখ মুজিবের ছবি সরানো হয়েছে বলে জানান ওই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ বিল্লাহ।
এদিকে বস্ত্র ও পাট ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিনও শপথ নেওয়ার পর সচিবালয়ে যান, তবে তাঁর দপ্তরেও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ।
এর আগে, বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন। এই পোস্টে একটি ছবিও যুক্ত করেন, যা দরবার হলে তোলা এবং যেখানে দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি না থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে।