অমর একুশে বইমেলা-২০২৫ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা।
ফারুকী বলেন, বইমেলা নিয়ে গণপূর্ত উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। এর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জড়িত আছে। সেখানেও কথা হয়েছে। এটুকু বলতে পারি, আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি।
তনিি্আরও বলেন, আশা করা যায় বইমেলা যেখানে হত, সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে। কোনো ঝামেলা হবে না। এরই মধ্যে তিন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। তিন মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে।
বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে, এটা বলা যায়? এমন প্রশ্নে ফারুকীর উত্তর, আশা করা যায়।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা