image

প্রাথমিকের দুই ফুটবল টুর্নামেন্টের নাম পরিবর্তন

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত দেশের দুই প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’ নামে পরিচিত হবে।

এ দুই টুর্নামেন্টের নাম বদলের সিদ্ধান্তের কথা মঙ্গলবার মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, এটি পলিসি ডিসিশন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুর্নামেন্ট দুটির নাম বদলের সিদ্ধান্ত কিছুদিন আগে হয়েছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানিয়েছিলাম।

মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত জানিয়ে ব্যবস্থা গ্রহণ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের লিখিত নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, গত ৭ নভেম্বর স্বাক্ষরিত এক আদেশে ওই দুই টুর্নামেন্টের নাম পরিবর্তনের কথা অধিদপ্তরকে জানায় মন্ত্রণালয়। সে বিষয়ে ব্যবস্থা নিতে মঙ্গলবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» গ্যাসের ‘চাপ’ স্বাভাবিক হতে আরও সময় লাগবে: তিতাস

» ৩২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি: সংখ্যালঘুদের ওপর সহিংসতায় দায়ীদের বিচার করতে সরকার ব্যর্থ

» “জুলাই শহীদের পরিবারকে ‘বিক্রি করে’ সমন্বয়করা আজ কোটি টাকার মালিক”

» ব্যাংকখাতে লুটপাটের সংস্কৃতি আর ফিরতে দেয়া হবে না: গভর্নর

» জাতীয় উদ্যানে বনভোজন করলে জেল, সংরক্ষিত বনে ভিডিও করলেও সাজা

» ‘রাজনৈতিক চাপের আশঙ্কা থাকলে নির্বাচন সামলানো কঠিন’: আইজিপি

সম্প্রতি