image

নতুন করে ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল পুনরায় প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। আগের ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে নতুন করে লিখিত পরীক্ষার সুযোগ পেলেন ১০ হাজার ৭৫৯ জন প্রার্থী।

আজ বুধবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, বুধবার প্রকাশিত ফলে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

তিনি বলেন, আগে যারা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন তাদের ফল বহাল থাকবে। নতুনরা তাদের সঙ্গে লিখত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হলেন।

এর আগে গত ৯ মে প্রকাশিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ফলে উত্তীর্ণ হয়েছিলেন ১০ হাজার ৬৩৮ জন।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি