image

প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান আবদুল হাকিম

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার তিন বছরের চুক্তিতে তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের কাজ ত্যাগ করার শর্তে আবদুল হাকিমকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগ দেওয়ার তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

আওয়ামী লীগ সরকারের আমলে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ গত ৯ সেপ্টেম্বর বাতিল করা হয়। তার আড়াই মাস পর দায়িত্ব দেওয়া হলো আবদুল হাকিমকে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি