রাজধানীর কারওয়ানবাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। সাঙ্ববাদিকদের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জানা গেছে, সাংবাদিক মুন্নি সাহা আজ শনিবার রাত ১০টার দিকে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন তাঁকে ঘিরে ধরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাঁকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তাঁর বিচারের দাবিতে স্লোগান দেন। মুন্নি সাহা এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রগুলো বলছে, রাত সাড়ে ১০টার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
বিজ্ঞান ও প্রযুক্তি: স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
সারাদেশ: মহেশপুরে ইয়াবাসহ আটক ১
সারাদেশ: মোরেলগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ