image

বাংলাদেশের উন্নয়ন বাজেটে ৪০% অর্থ লুটপাট হয়েছে: শ্বেতপত্র কমিটি

সংবাদ অনলাইন রিপোর্ট

আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনামলে উন্নয়ন বাজেটের প্রায় ৪০ শতাংশ অর্থ তছরুপ বা লুটপাট হয়েছে, এমন অভিযোগ উঠেছে দেশের অর্থনীতির অবস্থা বিশ্লেষণ করে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। কমিটির ধারণা, প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়ে এসেছে বিদেশে।

কমিটি তিন মাসের পর্যালোচনায় ৪০০ পৃষ্ঠার শ্বেতপত্র তৈরি করে, যেখানে দাবি করা হয়েছে যে সরকার উন্নয়ন আখ্যান তৈরি করে প্রকৃত দুর্নীতি, অর্থ পাচার ও ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শ্বেতপত্রের মতে, বর্তমানে দেশে ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ নিয়ন্ত্রণ করছে।

প্রতিবেদনে বিভিন্ন খাতে দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরা হয়েছে, এবং কমিটি জানিয়েছে, তাদের কাজ ছিল দুর্নীতির বর্ণনা দেওয়া, চোর ধরা নয়। শ্বেতপত্রটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়ার পর তা প্রকাশ করা হয়।

কমিটির সদস্যরা জানান, সরকারকেও আগামী ছয় মাসের মধ্যে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য একটি মধ্যমেয়াদি পরিকল্পনা প্রস্তুত করতে হবে, যাতে মূল্যস্ফীতি, মুদ্রার মান এবং সুদহারের প্রভাব নির্ধারণ করা যায়।

‘জাতীয়’ : আরও খবর

» গ্যাসের ‘চাপ’ স্বাভাবিক হতে আরও সময় লাগবে: তিতাস

» ৩২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি: সংখ্যালঘুদের ওপর সহিংসতায় দায়ীদের বিচার করতে সরকার ব্যর্থ

» “জুলাই শহীদের পরিবারকে ‘বিক্রি করে’ সমন্বয়করা আজ কোটি টাকার মালিক”

» ব্যাংকখাতে লুটপাটের সংস্কৃতি আর ফিরতে দেয়া হবে না: গভর্নর

» জাতীয় উদ্যানে বনভোজন করলে জেল, সংরক্ষিত বনে ভিডিও করলেও সাজা

» ‘রাজনৈতিক চাপের আশঙ্কা থাকলে নির্বাচন সামলানো কঠিন’: আইজিপি

সম্প্রতি