আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনামলে উন্নয়ন বাজেটের প্রায় ৪০ শতাংশ অর্থ তছরুপ বা লুটপাট হয়েছে, এমন অভিযোগ উঠেছে দেশের অর্থনীতির অবস্থা বিশ্লেষণ করে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। কমিটির ধারণা, প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়ে এসেছে বিদেশে।
কমিটি তিন মাসের পর্যালোচনায় ৪০০ পৃষ্ঠার শ্বেতপত্র তৈরি করে, যেখানে দাবি করা হয়েছে যে সরকার উন্নয়ন আখ্যান তৈরি করে প্রকৃত দুর্নীতি, অর্থ পাচার ও ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শ্বেতপত্রের মতে, বর্তমানে দেশে ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ নিয়ন্ত্রণ করছে।
প্রতিবেদনে বিভিন্ন খাতে দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরা হয়েছে, এবং কমিটি জানিয়েছে, তাদের কাজ ছিল দুর্নীতির বর্ণনা দেওয়া, চোর ধরা নয়। শ্বেতপত্রটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়ার পর তা প্রকাশ করা হয়।
কমিটির সদস্যরা জানান, সরকারকেও আগামী ছয় মাসের মধ্যে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য একটি মধ্যমেয়াদি পরিকল্পনা প্রস্তুত করতে হবে, যাতে মূল্যস্ফীতি, মুদ্রার মান এবং সুদহারের প্রভাব নির্ধারণ করা যায়।
অপরাধ ও দুর্নীতি: ঘটনাস্থল মানিকগঞ্জ: হাসপাতালে নারী ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক
অপরাধ ও দুর্নীতি: অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৫ বছর কারাদণ্ড