পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ভারত সরকারকে উদ্যোগ নিতে বলা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ সোমবার সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে কূটনৈতিক ব্রিফিংয়ের পর মমতার বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা।
তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তিনি ‘মমতা বন্দ্যোপাধ্যায় ধরনের বক্তব্য’ হিসেবেই দেখতে চান।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রীর যে ভোট ব্যাংক, সেই রাজনৈতিক বিবেচনাতেও তার এ বক্তব্য অনুকূল হবে না।
তৌহিদ হোসেন বলেন, উনি এই বক্তব্য কেন দিলেন, এটা আমি ঠিক বুঝতে পারছি না। তার যে ভোট, সেটা আমি জানি; কলকাতায় দীর্ঘদিন ছিলাম, তার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিতি। তার বাসাতেও আমার যাতায়াত ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা তার জন্য সঠিক পদক্ষেপ না; রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন।
উপদেষ্টা বলেন, আমি মনে করি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়ত সহায়ক হবে না। এটা অবশ্য আমার মত, উনি নিশ্চয় মনে করেন সহায়ক হবে।
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ভারত সরকারকে উদ্যোগ নিতে বলা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ সোমবার সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে কূটনৈতিক ব্রিফিংয়ের পর মমতার বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা।
তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তিনি ‘মমতা বন্দ্যোপাধ্যায় ধরনের বক্তব্য’ হিসেবেই দেখতে চান।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রীর যে ভোট ব্যাংক, সেই রাজনৈতিক বিবেচনাতেও তার এ বক্তব্য অনুকূল হবে না।
তৌহিদ হোসেন বলেন, উনি এই বক্তব্য কেন দিলেন, এটা আমি ঠিক বুঝতে পারছি না। তার যে ভোট, সেটা আমি জানি; কলকাতায় দীর্ঘদিন ছিলাম, তার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিতি। তার বাসাতেও আমার যাতায়াত ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা তার জন্য সঠিক পদক্ষেপ না; রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন।
উপদেষ্টা বলেন, আমি মনে করি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়ত সহায়ক হবে না। এটা অবশ্য আমার মত, উনি নিশ্চয় মনে করেন সহায়ক হবে।