বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত এলাকায় কোনও ধরনের উত্তেজনা নেই, পরিস্থিতি আগের মতোই আছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস-২০২৪-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা জানান।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সীমান্তে কোনও উত্তেজনা নেই। সীমান্তে অন্য সময়ের মতো একই অবস্থা চলছে।
তবে ভারতীয় সংবাদমাধ্যম বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, তারা বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। এর জবাব কিন্তু আপনারাই দিতে পারেন– সত্যি ঘটনা প্রকাশ করে। এরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার– এটা অন্য দেশের প্রতি যে করতে পারে… এটা ভারতের মিডিয়াই শুধু পারে। অন্য কোনও দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার প্রতিউত্তর সত্যটা প্রকাশ করে আপনারা দেবেন। আমরা যারা এই দেশে আছি, আমরা সবাই মিলে এটার প্রতিবাদ করব।
ভারত ইস্যুতে বাংলাদেশের উদ্বেগজনক কোনও আশঙ্কা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনও উদ্বেগজনক আশঙ্কা নেই, ওরা বাগযুদ্ধ করে যাচ্ছে।
তিনি বলেন, আপনারা (সাংবাদিকরা) এটার প্রতিবাদ করবেন এবং সত্যি ঘটনা আপনারা প্রকাশ করবেন। তখন ওদের মুখে চুনকালি পড়বে। ওরা যে মিথ্যা ঘটনা প্রকাশ করছে, জনগণ এবং বিশ্ব মিডিয়াও এটা গ্রহণ করবে না। সময় দিন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত এলাকায় কোনও ধরনের উত্তেজনা নেই, পরিস্থিতি আগের মতোই আছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস-২০২৪-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা জানান।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সীমান্তে কোনও উত্তেজনা নেই। সীমান্তে অন্য সময়ের মতো একই অবস্থা চলছে।
তবে ভারতীয় সংবাদমাধ্যম বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, তারা বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। এর জবাব কিন্তু আপনারাই দিতে পারেন– সত্যি ঘটনা প্রকাশ করে। এরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার– এটা অন্য দেশের প্রতি যে করতে পারে… এটা ভারতের মিডিয়াই শুধু পারে। অন্য কোনও দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার প্রতিউত্তর সত্যটা প্রকাশ করে আপনারা দেবেন। আমরা যারা এই দেশে আছি, আমরা সবাই মিলে এটার প্রতিবাদ করব।
ভারত ইস্যুতে বাংলাদেশের উদ্বেগজনক কোনও আশঙ্কা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনও উদ্বেগজনক আশঙ্কা নেই, ওরা বাগযুদ্ধ করে যাচ্ছে।
তিনি বলেন, আপনারা (সাংবাদিকরা) এটার প্রতিবাদ করবেন এবং সত্যি ঘটনা আপনারা প্রকাশ করবেন। তখন ওদের মুখে চুনকালি পড়বে। ওরা যে মিথ্যা ঘটনা প্রকাশ করছে, জনগণ এবং বিশ্ব মিডিয়াও এটা গ্রহণ করবে না। সময় দিন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।