image

আলোচনার মাধ্যমে ভারতে আটক বাংলাদেশী ৭৮ নাবিককে ফেরানোর আশা

সংবাদ অনলাইন রিপোর্ট

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে শিগগির ওডিশার প্যারাদ্বীপে ধরে নিয়ে যাওয়া ৭৮ নাবিককে ফিরিয়ে আনার আশা করছে সরকার। তাঁদের ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে আলাপ–আলোচনা চলছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

এরই মধ্যে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এদিন সন্ধ্যায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার আসন্ন সফর নিয়ে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এক দশক পর ১৫ ডিসেম্বর ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৮ নাবিকসহ মাছ ধরার দুটি নৌযানকে ভারতের ওডিশার প্যারাদ্বীপে নিয়ে যাওয়ার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে জসীম উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের যাঁরা (৭৮ নাবিক) ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছেন, তাঁদের ফেরানোর বিষয়ে আলাপ–আলোচনা চলছে। আমাদের প্রত্যাশা, আলাপ-আলোচনার মাধ্যমে আমরা শিগগির তাঁদের দেশে ফিরিয়ে আনতে পারব।’

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি