আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধন শেষ হচ্ছে রোববার। নিবন্ধনকারীদের সুবিধার্থে ওই দিন ব্যাংকের লেনদেন কার্যক্রম অফিস সময়ের পরেও চালু রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এ সংক্রান্ত একটি চিঠি বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠান ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক। চিঠিতে বলা হয়েছে, যতোক্ষণ হজের অর্থ জমাদানকারী থাকবেন, ততোক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক জানান, হজ নিবন্ধন যাতে শেষ মুহূর্তে বাধাগ্রস্ত না হয়, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া জরুরি। সাধারণত এ ধরনের অনুরোধের পর ব্যাংকিং সময়ের পরও কয়েক ঘণ্টা লেনদেন চালু রাখা হয়।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিক জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
হজযাত্রার জন্য প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হয়। এরপর নির্ধারিত সময়ের মধ্যে ৩ লাখ টাকা পরিশোধ করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হয়। ঘোষিত প্যাকেজ অনুযায়ী বাকি টাকা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যায়।
চলতি বছর হজে যাওয়ার কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬৩৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২৯০ জন প্রাথমিক নিবন্ধন করেছেন।
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধন শেষ হচ্ছে রোববার। নিবন্ধনকারীদের সুবিধার্থে ওই দিন ব্যাংকের লেনদেন কার্যক্রম অফিস সময়ের পরেও চালু রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এ সংক্রান্ত একটি চিঠি বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠান ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক। চিঠিতে বলা হয়েছে, যতোক্ষণ হজের অর্থ জমাদানকারী থাকবেন, ততোক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক জানান, হজ নিবন্ধন যাতে শেষ মুহূর্তে বাধাগ্রস্ত না হয়, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া জরুরি। সাধারণত এ ধরনের অনুরোধের পর ব্যাংকিং সময়ের পরও কয়েক ঘণ্টা লেনদেন চালু রাখা হয়।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিক জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
হজযাত্রার জন্য প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হয়। এরপর নির্ধারিত সময়ের মধ্যে ৩ লাখ টাকা পরিশোধ করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হয়। ঘোষিত প্যাকেজ অনুযায়ী বাকি টাকা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যায়।
চলতি বছর হজে যাওয়ার কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬৩৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২৯০ জন প্রাথমিক নিবন্ধন করেছেন।