image

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা দেবে সরকার

সংবাদ অনলাইন রিপোর্ট

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সুপারিশ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানান, মহার্ঘ ভাতা চালুর উদ্দেশ্যে একটি কমিটি কাজ করছে। তিনি বলেন, “মহার্ঘ ভাতা দেওয়ার লক্ষ্যে কমিটি সুপারিশ চূড়ান্ত করবে। অফিসার এবং স্টাফদের জন্য আলাদা স্ল্যাব নির্ধারণ করা হতে পারে। স্টাফদের জন্য ভাতার পরিমাণ কিছুটা বেশি হতে পারে।”

এছাড়া পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন বলে নিশ্চিত করেন তিনি। কমিটি সুপারিশের মাধ্যমে ভাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা নির্ধারণ করবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটি আরও দুইটি সভা শেষে তাদের সুপারিশ চূড়ান্ত করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।

‘জাতীয়’ : আরও খবর

» ডেঙ্গু: ডেঙ্গুতে আরও ৩৫ জন হাসপাতালে

» দীপু চন্দ্র দাস হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্বদানকারী ইয়াসিন গ্রেপ্তার

» ‘টাকা আত্মসাৎ’: সালমান রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে আরও মামলা

» ‘ঋণ জালিয়াতি’: ওরিয়নের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে মামলা করবে দুদক

» ২৯৫ ওষুধ ‘অত্যাবশ্যকীয়’, দাম বেঁধে দেবে সরকার, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত

সম্প্রতি