দুনীর্তি দমন কমিশনের (দুদক) করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর মোশাররফ আলী সালা বলেন, সকালে ইসমাইল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এ মামলায় ইসমাইলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
পরে শুনানি নিয়ে আদালত ইসমাইলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।
দুদকের আবেদনে বলা হয়, ইসমাইল হোসেন দায়িত্ব পালনকালে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে ঘনিষ্ঠ সহোযোগী হিসেবে ঘুষ, বদলি, পদোন্নতি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন মর্মে জানা যায়। দুদকের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে ঘনিষ্ঠ সহোযোগী হিসেবে খাদ্য সচিব ইসমাইল হোসেনকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এ বিষয়ে কমিশনের অনুমোদন রয়েছে।
গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় ইসমাইল হোসেনকে। পরে বিমানবন্দর থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। দুই দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
দুনীর্তি দমন কমিশনের (দুদক) করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর মোশাররফ আলী সালা বলেন, সকালে ইসমাইল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এ মামলায় ইসমাইলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
পরে শুনানি নিয়ে আদালত ইসমাইলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।
দুদকের আবেদনে বলা হয়, ইসমাইল হোসেন দায়িত্ব পালনকালে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে ঘনিষ্ঠ সহোযোগী হিসেবে ঘুষ, বদলি, পদোন্নতি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন মর্মে জানা যায়। দুদকের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে ঘনিষ্ঠ সহোযোগী হিসেবে খাদ্য সচিব ইসমাইল হোসেনকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এ বিষয়ে কমিশনের অনুমোদন রয়েছে।
গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় ইসমাইল হোসেনকে। পরে বিমানবন্দর থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। দুই দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।