সারা দেশে কুয়াশার চাদরে মোড়ানো সকাল, শীতের অনুভূতি বাড়ছে
আজ বুধবার সকাল থেকেই দেশের বেশিরভাগ স্থানে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে কুয়াশা ঘিরে রেখেছে আকাশ। দক্ষিণের খুলনা অঞ্চল ছাড়া প্রায় সর্বত্র কুয়াশার দাপট দেখা গেছে। এর সঙ্গে রয়েছে হালকা শীতল হাওয়া, যা শীতের অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ থেকে দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। বরং কিছু এলাকায় রাতের তাপমাত্রা বেড়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা বেড়ে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা গতকাল ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের ‘শীতের হটস্পট’ হিসেবে পরিচিত রাজশাহী ও নওগাঁর বদলগাছি অঞ্চলে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হয়নি।
রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর বদলগাছিতে আজ তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতে আজ তাপমাত্রা কিছুটা কমেছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, কুয়াশা থাকলে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের আলো কম থাকায় দিনের তাপমাত্রা কমে যেতে পারে। আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও আগামীকাল বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে এটি তীব্র হওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়ার সংজ্ঞা অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হয়।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, কুয়াশার এমন অবস্থা আগামী দুই থেকে তিন দিন থাকতে পারে। রাজধানীতেও অন্তত দুই দিন কুয়াশা এবং মেঘলা আকাশের দেখা মিলবে। তবে শনিবার বা রোববার থেকে আকাশ পরিষ্কার হতে পারে। এ দফায় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশ ও কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে চলতি মাসের মাঝামাঝি থেকে তা আবার কমতে পারে।
আজকের ঘন কুয়াশা ও শীতল হাওয়া শীতের আগমনী বার্তা দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। আগামীকাল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, তবে তা খুব বেশি তীব্র হওয়ার সম্ভাবনা নেই। এর ফলে শীতের প্রকোপ চলতি সপ্তাহে বাড়লেও, সপ্তাহান্তে তা কমার সম্ভাবনা রয়েছে।
সারা দেশে কুয়াশার চাদরে মোড়ানো সকাল, শীতের অনুভূতি বাড়ছে
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫
আজ বুধবার সকাল থেকেই দেশের বেশিরভাগ স্থানে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে কুয়াশা ঘিরে রেখেছে আকাশ। দক্ষিণের খুলনা অঞ্চল ছাড়া প্রায় সর্বত্র কুয়াশার দাপট দেখা গেছে। এর সঙ্গে রয়েছে হালকা শীতল হাওয়া, যা শীতের অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ থেকে দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। বরং কিছু এলাকায় রাতের তাপমাত্রা বেড়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা বেড়ে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা গতকাল ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের ‘শীতের হটস্পট’ হিসেবে পরিচিত রাজশাহী ও নওগাঁর বদলগাছি অঞ্চলে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হয়নি।
রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর বদলগাছিতে আজ তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতে আজ তাপমাত্রা কিছুটা কমেছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, কুয়াশা থাকলে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের আলো কম থাকায় দিনের তাপমাত্রা কমে যেতে পারে। আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও আগামীকাল বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে এটি তীব্র হওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়ার সংজ্ঞা অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হয়।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, কুয়াশার এমন অবস্থা আগামী দুই থেকে তিন দিন থাকতে পারে। রাজধানীতেও অন্তত দুই দিন কুয়াশা এবং মেঘলা আকাশের দেখা মিলবে। তবে শনিবার বা রোববার থেকে আকাশ পরিষ্কার হতে পারে। এ দফায় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশ ও কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে চলতি মাসের মাঝামাঝি থেকে তা আবার কমতে পারে।
আজকের ঘন কুয়াশা ও শীতল হাওয়া শীতের আগমনী বার্তা দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। আগামীকাল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, তবে তা খুব বেশি তীব্র হওয়ার সম্ভাবনা নেই। এর ফলে শীতের প্রকোপ চলতি সপ্তাহে বাড়লেও, সপ্তাহান্তে তা কমার সম্ভাবনা রয়েছে।