image

দেশে একদিনে ডেঙ্গুতে ১৯ জন হাসপাতালে ভর্তি

চলতি বছরের প্রথম দশ দিনে আক্রান্ত ৫২৮ জন, মৃত্যু ৩

সংবাদ অনলাইন রিপোর্ট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে দেশে নতুন করে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১০ দিনে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মোট ৫২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুজনিত জটিলতায় মৃত্যু হয়েছে তিনজনের।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্যে বলা হয়, নতুন ভর্তি হওয়া ১৯ জন রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ১ জন রয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১৮০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৪ জন।

গত বছরের পরিসংখ্যান ২০২৪ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন, যা বাংলাদেশে তৃতীয় সর্বোচ্চ সংখ্যা। একই বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন, যা মৃত্যুর দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

২০২২ সালেও ডেঙ্গু সংক্রমণের হার ছিল উদ্বেগজনক। সে বছর হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

‘জাতীয়’ : আরও খবর

» বিদ্যুৎ-জ্বালানি খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলসহ ৫ দফা দাবি

» গণভোট: প্রধান উপদেষ্টা কেন ‘হ্যাঁ’-এর পক্ষে, ব্যাখ্যা দিলো তার দপ্তর

» গণভোট: ‘হ্যাঁ-এর পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘আইনগত বাধা নেই’, দাবি আলী রীয়াজের

সম্প্রতি