জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা এক ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনশনরত শিক্ষার্থীরা সাংবাদিককের সামনে এ আল্টিমেটাম দেয়।
এসময় বোটানি ১৩ ব্যাচের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারেনি। এমনকি সরকারের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি।
তিনি বলেন, আজকে দুপুর দেড়টা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে বসার বা সভার কোনো ঘোষণা না আসে তাহলে দেড়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় পদযাত্রা শুরু করবো। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে এই পদযাত্রা শুরু হবে বলে জানান তিনি।
সারাদেশ: খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করলো বাংলালিংকের প্রধান নির্বাহী