যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদ শুরুর আগে ডনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার সন্ধ্যায় এক খুদে বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হবে।
বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমরা সেই বন্ধন আরও সুদৃঢ় করতে চাই এবং ডনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদের জন্য শুভকামনা জানাই।
প্রসঙ্গত, ডনাল্ড ট্রাম্প ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এর আগে ২০১৭-২০২১ মেয়াদে তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অর্থ-বাণিজ্য: সূচক বাড়লেও কমেছে লেনদেন
অর্থ-বাণিজ্য: কেএফসি’র মেন্যুতে নতুন সংযোজন: বক্স মাস্টার
অর্থ-বাণিজ্য: রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে
অর্থ-বাণিজ্য: সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি
অর্থ-বাণিজ্য: আইপিওতে লটারি ব্যবস্থা আবারও ফিরছে
আন্তর্জাতিক: সৌদি-পাকিস্তান-তুরস্ক মিলে গঠিত হচ্ছে ‘ইসলামিক নেটো’