মামলা গ্রহণের ক্ষমতা পেতে পারেন জেলা কমিশনার
জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদবি পরিবর্তনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদনে জেলা প্রশাসকের নতুন নাম ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং ইউএনওর নাম ‘উপজেলা কমিশনার’ করার প্রস্তাব করা হয়েছে।
বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন তুলে দেন কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী। একই দিন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনও জমা দেওয়া হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশন অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) পদ পরিবর্তন করে ‘অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা)’ করার সুপারিশ করেছে।
এছাড়া, জেলা কমিশনারকে মামলা গ্রহণের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই ক্ষমতার আওতায় তিনি অভিযোগগুলো গ্রহণ করতে পারবেন এবং তদন্তের জন্য উপজেলা কর্মকর্তাদের বা স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে তদন্ত করাতে পারবেন। অভিযোগ গ্রহণযোগ্য হলে তিনি থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিতে পারবেন। এতে আদালতের মামলার চাপ কমবে বলে আশা করা হচ্ছে। তবে একই বিষয়ে অভিযোগকারী পুনরায় আদালতে যেতে পারবেন না।
কমিশন উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপন করারও সুপারিশ করেছে, যা সাধারণ নাগরিকদের উপকারে আসবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় থানার অফিসার ইনচার্জের (ওসি) কাজের তদারকির জন্য উপজেলা পর্যায়ে ‘উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা’ নামে নতুন একটি পদ সৃষ্টি করার প্রস্তাব দিয়েছে কমিশন। এতে সহকারী পুলিশ সুপারকে (এএসপি) এ দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
কমিশন বলেছে, এসব সংস্কার বাস্তবায়িত হলে প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে এবং সাধারণ নাগরিকদের জন্য সেবা সহজলভ্য হবে। তবে, কিছু সুপারিশ বাস্তবায়নের আগে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মামলা গ্রহণের ক্ষমতা পেতে পারেন জেলা কমিশনার
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদবি পরিবর্তনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদনে জেলা প্রশাসকের নতুন নাম ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং ইউএনওর নাম ‘উপজেলা কমিশনার’ করার প্রস্তাব করা হয়েছে।
বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন তুলে দেন কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী। একই দিন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনও জমা দেওয়া হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশন অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) পদ পরিবর্তন করে ‘অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা)’ করার সুপারিশ করেছে।
এছাড়া, জেলা কমিশনারকে মামলা গ্রহণের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই ক্ষমতার আওতায় তিনি অভিযোগগুলো গ্রহণ করতে পারবেন এবং তদন্তের জন্য উপজেলা কর্মকর্তাদের বা স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে তদন্ত করাতে পারবেন। অভিযোগ গ্রহণযোগ্য হলে তিনি থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিতে পারবেন। এতে আদালতের মামলার চাপ কমবে বলে আশা করা হচ্ছে। তবে একই বিষয়ে অভিযোগকারী পুনরায় আদালতে যেতে পারবেন না।
কমিশন উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপন করারও সুপারিশ করেছে, যা সাধারণ নাগরিকদের উপকারে আসবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় থানার অফিসার ইনচার্জের (ওসি) কাজের তদারকির জন্য উপজেলা পর্যায়ে ‘উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা’ নামে নতুন একটি পদ সৃষ্টি করার প্রস্তাব দিয়েছে কমিশন। এতে সহকারী পুলিশ সুপারকে (এএসপি) এ দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
কমিশন বলেছে, এসব সংস্কার বাস্তবায়িত হলে প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে এবং সাধারণ নাগরিকদের জন্য সেবা সহজলভ্য হবে। তবে, কিছু সুপারিশ বাস্তবায়নের আগে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।