image

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের পর বই-লোহার সামগ্রী নিয়ে যাচ্ছেন অনেকে

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পেছনে থাকা ছয়তলা ভবন ভাঙা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সেখানে দেখা গেছে ভিন্ন এক চিত্র—ভবনের ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন সামগ্রী ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকেই।

আজ সকাল ১০টার দিকে যায় শত শত মানুষ সেখানে ভিড় জমিয়েছে। কেউ বই নিয়ে যাচ্ছেন, কেউ আবার ভাঙারি পণ্যের সন্ধানে ভবনের ভেতরে ঢুকছেন। এসময় হাতুড়ির আঘাতে ভবনের বিভিন্ন অংশ ভাঙার শব্দ শোনা যাচ্ছিল।

ভবনের ভেতরে পড়ে থাকা বইগুলোর মধ্যে ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সহ বিভিন্ন বই ছিল। কিছু লোককে এসব বইয়ের কার্টন নিয়ে বের হতে দেখা গেছে।

এক ব্যক্তিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভাই, বিক্রি করে দিমু। সেই টাকায় ভালোমন্দ খামু। মুরগি পাইলে মুরগি, গরু মাংস পাইলে গরু মাংস কিনে খামু।”

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাস পূর্ণ হয়। এই দিন রাত ৯টায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের ফেইসবুক পেজ থেকে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার একটি বক্তব্য প্রচারের ঘোষণা দেওয়া হয়।

এর প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ করেন এবং শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। রাত ১১টার দিকে একটি ক্রেন এবং পরে একটি এক্সকাভেটর এনে বাড়িটি ভাঙার কাজ শুরু করা হয়। রাত ২টার মধ্যে বাড়ির অধিকাংশ অংশ ধ্বংস করা হয়, যা আজ সকালেও চলতে দেখা গেছে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি