image

সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তৌফিকা আফতাবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি অভিযোগের তদন্তে আদালতের নির্দেশ

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, তার স্ত্রী মে হ্লা প্রু এবং তাদের তিন সন্তান উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুল মালেক আদালতে এ নিষেধাজ্ঞার আবেদন করেন, যা শুনানির পর মঞ্জুর করা হয়।

দুদকের ভাষ্য অনুযায়ী, বীর বাহাদুর উ শৈ সিংয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্ত চলাকালে তিনি ও তার পরিবার দেশত্যাগের চেষ্টা করছেন বলে তথ্য পাওয়ায় আদালত এই আদেশ দেন।

উ শৈ সিং সম্প্রতি বান্দরবান আসনে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে, সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের ভিত্তিতে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে জানান, ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তৌফিকা আফতাবসহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে।

অনুসন্ধানে দেখা গেছে, তৌফিকা আফতাব অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেছেন, যার মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় ৬ কোটি ৩৩ লাখ টাকার বিলাসবহুল বাড়ি এবং দুটি ব্যাংক হিসাবে ২৩ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ৭৩৭ টাকা জমা রয়েছে। এছাড়া, সিটিজেন ব্যাংকে তার ৫ কোটি টাকার বিনিয়োগ রয়েছে।

দুদকের মতে, তৌফিকা আফতাব এই সম্পদ বিদেশে স্থানান্তর করে পালানোর চেষ্টা করতে পারেন। তাই আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।

‘জাতীয়’ : আরও খবর

» ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

» কারাগারে বসেই ভোট: ব্যালটে থাকবে না প্রার্থীর নাম, ডাকযোগে পৌঁছাবে ইসিতে

» হাদি হত্যা: যে রিকশায় গুলিবিদ্ধ হন সেই চালকের জবানবন্দি রেকর্ড

» ডেঙ্গু: আরও ৭১ জন হাসপাতালে ভর্তি

» টঙ্গীতে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

» পোস্টাল ভোট: ৭ লাখ ৩৯ হাজার নিবন্ধন

সম্প্রতি