নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

সিলেটের এক কূপে প্রতিদিন মিলবে ৮শ ব্যারেল তেল

সিলেটের এক কূপে প্রতিদিন মিলবে ৮শ ব্যারেল তেল

শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সিলেটের গোয়াইনঘাটের ১টি কূপ থেকে প্রতিদিন মিলবে ৮শ ব্যারেল তেল। এর ফলে দেশীয় শিল্পের বিকাশ ঘটবে এবং জ্বালানি আমদানি খাতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

ইতোমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিলেটে জ্বালানি তেলের কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। সিলেট-১২নং কূপ খনন (তেল খনন) শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

প্রকল্পটি চলতি বছর থেকে শুরু করে আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) । সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৯৭ কোটি ৮২ লাখ টাকা।

প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) ড. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় সিলেট ১২ নং কূপ ( তেল কূপ) থেকে ১০ বছর দৈনিক প্রায় ৮০০ ব্যারেল হারে তেল উৎপাদনের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা আংশিক পূরণ করা সম্ভব হবে। এর ফলশ্রুতিতে দেশীয় শিল্পের বিকাশ ঘটবে এবং জ্বালানি আমদানি খাতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, সিলেট-১০নং কূপ খনন করার সময় একটি স্তরে ক্রুড অয়েল এবং ৪টি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। এই তেল স্তরে ডিএসটি পরিচালনা করলে ঘন্টায় প্রায় ৩৫ ব্যারেল তেল (ক্রুড অয়েল) উৎপাদিত হয়। আবিষ্কৃত এ তেল স্তর থেকে তেল উত্তোলনের জন্য তেল কূপ খননের বিষয়ে অনুষ্ঠিত কারিগরি কমিটির সভায় সিলেট-১২ নং কূপ (তেল কূপ) খনন প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করা হয়।

প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে- খনন অপারেশন, প্রকৌশল সেবা, সারফেস ইক্যুইপমেন্ট স্থাপন ও ভূমি উন্নয়নসহ পূর্ত কাজ এবং বৈদেশিক পরামর্শক নিয়োগ।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, সিলেট-১০নং কূপটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। কূপটি খননকালে মাড লগ এবং ওয়‍্যারলাইন লগ পর্যালোচনা করে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরিচালনা করা হলে কূপটির একটি স্তরে ক্রুড অয়েল (১৩৯৭-১৪৪৫ মিটার) এবং ৪টি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। এই কূপের ২ হাজার ২১৮ মিটার গভীরতায় তেলের ফুলোরেসসেন্স পাওয়া যায়। এজন্য সারফেস কো-অর্ডিনেট অনুযায়ী (সিলেট-১০নং কূপের নিকটে ) কূপটির লোকেশন নির্ধারণ করা হয়েছে। আবিস্কৃত এ তেল স্তর থেকে তেল উত্তোলনের জন্য সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় এই স্ট্রাকচারে তেল কূপ হিসেবে ২ হাজার ৪৯১ মিটার গভীরতায় সিলেট-১২নং কূপ খননের প্রস্তাব করা হয়।

‘জাতীয়’ : আরও খবর

» ডেঙ্গু: আরও ৪২১ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩ জন: মোট হাসপাতালে ভর্তি ৯৮,৭০৫ জন, মৃত্যু ৪০১ জন

» পুলিশের লুট হওয়া আড়াই লাখ গোলাবারুদ ও ১৩৩৭টি অস্ত্রের হদিস নেই

» মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

» জেআইসিতে ‘গুম-নির্যাতন’: সেনা কর্মকর্তাদের বিচারের আদেশ রোববার

» ‘আইন প্রণয়নে গোপনীয়তা!’ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেন টিআইবি’র ইফতেখারুজ্জামান

» বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি

» তফসিলের পর ‘অনুমোদনহীন’ জনসমাবেশ-আন্দোলনে ‘কঠোর নিয়ন্ত্রণ’

» নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া রোগী বাড়ছে: আক্রান্ত ৫০ হাজার, মৃত্যু ২৪

» আরপিও সংশোধন: বিচার কমিটিকে নতুন ক্ষমতা

» সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ

» শত বছরেও কেন আরেকজন রোকেয়া তৈরি হলো না, আক্ষেপ প্রধান উপদেষ্টার

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা