রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামফলক পাল্টে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাইন বোর্ড’ টানিয়ে দেয়া হয়েছে। ভার্সিটির সি-ব্লকের আগের সাইন বোর্ড নামিয়ে সেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাইন বোর্ড টানানো হয়েছে। ভার্সিটির ডি-ব্লকের সাইন বোর্ডের ওপর বসানো হয়েছে নতুন সাইন বোর্ড।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অফিসিয়ালি এখনও নাম পরিবর্তন করা হয়নি। শুক্রবার রাতে বা যে কোনো সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা ও ভাসিটির কিছু চিকিৎসক, কর্মচারী ও কর্মকর্তারা আগের নামফলক নামিয়ে ফেলে তার স্থলে নতুন নামকরণ টানিয়ে দিয়েছে।
অবশ্য এর আগে গেল বছর ৫ আগস্টের পর নামফলকের কিছু অংশ কালো কালি দিয়ে মুছে ফেলা হয়েছে। ওই সময় থেকে ভার্সিটির নাম পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয়। এ নিয়ে আন্দোলন চলছে।
ভার্সিটির পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন শনিবার ০৮ ফেব্রুয়ারি সাংবাদিকদের বলেন, সাইন বোর্ড পাল্টানোর এখনও কোনো দাপ্তরিক আদেশ তারা পায়নি।
এর আগে ভার্সিটির বঙ্গবন্ধুর ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে। ওই সময় নামফলক খুলে ফেলা হয়েছে। ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর পরিবারের নামে থাকা অন্যান্য স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।
এদিকে শনিবার সন্ধ্যায় ভার্সিটির প্রক্টর সংবাদকে জানান, ছাত্ররা নতুন নামফলকের সাইন বোর্ড লাগিয়েছে। তবে ভার্সিটির আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক।
ভার্সিটির সূত্র জানায়, ভার্সিটির নতুন নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি নাম প্রস্তাবে রয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর তা কার্যকর হবে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ করার সম্ভাবনা আছে বলে চিকিৎসক-কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামফলক পাল্টে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাইন বোর্ড’ টানিয়ে দেয়া হয়েছে। ভার্সিটির সি-ব্লকের আগের সাইন বোর্ড নামিয়ে সেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাইন বোর্ড টানানো হয়েছে। ভার্সিটির ডি-ব্লকের সাইন বোর্ডের ওপর বসানো হয়েছে নতুন সাইন বোর্ড।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অফিসিয়ালি এখনও নাম পরিবর্তন করা হয়নি। শুক্রবার রাতে বা যে কোনো সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা ও ভাসিটির কিছু চিকিৎসক, কর্মচারী ও কর্মকর্তারা আগের নামফলক নামিয়ে ফেলে তার স্থলে নতুন নামকরণ টানিয়ে দিয়েছে।
অবশ্য এর আগে গেল বছর ৫ আগস্টের পর নামফলকের কিছু অংশ কালো কালি দিয়ে মুছে ফেলা হয়েছে। ওই সময় থেকে ভার্সিটির নাম পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয়। এ নিয়ে আন্দোলন চলছে।
ভার্সিটির পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন শনিবার ০৮ ফেব্রুয়ারি সাংবাদিকদের বলেন, সাইন বোর্ড পাল্টানোর এখনও কোনো দাপ্তরিক আদেশ তারা পায়নি।
এর আগে ভার্সিটির বঙ্গবন্ধুর ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে। ওই সময় নামফলক খুলে ফেলা হয়েছে। ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর পরিবারের নামে থাকা অন্যান্য স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।
এদিকে শনিবার সন্ধ্যায় ভার্সিটির প্রক্টর সংবাদকে জানান, ছাত্ররা নতুন নামফলকের সাইন বোর্ড লাগিয়েছে। তবে ভার্সিটির আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক।
ভার্সিটির সূত্র জানায়, ভার্সিটির নতুন নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি নাম প্রস্তাবে রয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর তা কার্যকর হবে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ করার সম্ভাবনা আছে বলে চিকিৎসক-কর্মকর্তারা জানিয়েছেন।