চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টার ‘গায়েবানা জানাজা’ বিক্ষুব্ধ ‘বৈষম্যবিরোধীদের’

চট্টগ্রাম ব্যুরো

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলের এক পর্যায়ে হঠাৎ প্রতীকী প্রতিবাদ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়া হয়। এ কর্মসূচির সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তখন বিক্ষুব্ধদের মিছিলে কারণে তার গাড়ী আটকে যায়। তবে তার আগেই তিনি হেঁটে প্রেসক্লাবে প্রবেশ করেন।

‘আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ শিরোনামে আয়োজিত এই কর্মসূচি শুরু হয় বিকেল চারটার দিকে। সমাবেশের পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন ছাত্ররা। অর্ধশতাধিক ছাত্র-জনতা প্রেসক্লাবের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন, তাদের সামনে ছিল একটি গুটিয়ে রাখা ব্যানার। সেটি সামনে রেখে প্রতীকী কর্মসূচি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়েন ছাত্ররা। এ সময় সড়কের এক পাশে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। পুলিশের একটি দলও সেখানে উপস্থিত ছিল।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ এখনও ছাত্রদের ওপর ‘হামলা’ করছে। ছয়মাস পরও আওয়ামী লীগের বিচারে দৃশ্যমান পদক্ষেপ নেই। ছাত্র-জনতার জানমালের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। হাতিয়া, গাজীপুরে ‘ছাত্র-জনতার’ ওপর ‘হামলা’ হয়েছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বক্তারা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। পালিয়ে যাওয়ার পরও তারা ভারতে বসে ছাত্রদের ওপর গুম, খুন, হামলার নির্দেশ দিচ্ছে। ছাত্রদের ওপর হাতিয়া ও গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ভারতে বসে এ দেশকে অশান্ত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট করতে হবে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাসেল আহমেদ বলেন, অভ্যুত্থানের ছয়মাস পরও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের লোকজনের বিচারে অন্তর্বর্তী সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ তারা দেখেননি। হামলা ও হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ সবার বিচার করতে হবে। ছাত্র-জনতার জানমালের নিরাপত্তা দিতে হবে।

‘জাতীয়’ : আরও খবর

» বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতা সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট

» উচ্চ আদালতের রায় উপেক্ষা, কয়লা ক্রয়ে নানা আয়োজন আরএনপিএলের

» সংস্কার নিয়ে ‘একটি দলের আওয়াজ’ বন্ধ হয়ে গেছে: আসিফ মাহমুদ

» জুলাই আন্দোলন: পৃথক দুই হত্যা মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

» জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

» ট্রাইব্যুনাল: ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

সম্প্রতি