image

নির্বাচন কমিশনের বদনামের মূল কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ: সিইসি

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত হতে চায় না এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায়। তবে রাজনৈতিক নিয়ন্ত্রণই ইসির বদনামের প্রধান কারণ বলে তিনি মনে করেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি এই আয়োজন করে।

অনুষ্ঠানে সিইসি বলেন, “নির্বাচন কমিশনের এত বদনাম, এত গালি—এর ১০০ বা ২০০টি কারণ বলা যেতে পারে। তবে আমার কাছে এক নম্বর কারণ হলো নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ। নির্বাচন কমিশনকে রাজনীতির কাছে সঁপে দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় কারণ।”

তিনি আরও বলেন, “যদি রাজনীতিবিদদের নির্বাচন কমিশনের ওপর প্রভাব বন্ধ করা না যায়, তাহলে আবারও সেই পুরোনো সমস্যাগুলো ফিরে আসবে।”

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান (প্রিন্ট), ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান (টেলিভিশন) ও বিডি২৪লাইভ ডটকমের মেহেদী হাসান (অনলাইন) এই পুরস্কার লাভ করেন।

‘জাতীয়’ : আরও খবর

» গ্যাসের ‘চাপ’ স্বাভাবিক হতে আরও সময় লাগবে: তিতাস

» ৩২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি: সংখ্যালঘুদের ওপর সহিংসতায় দায়ীদের বিচার করতে সরকার ব্যর্থ

» “জুলাই শহীদের পরিবারকে ‘বিক্রি করে’ সমন্বয়করা আজ কোটি টাকার মালিক”

» ব্যাংকখাতে লুটপাটের সংস্কৃতি আর ফিরতে দেয়া হবে না: গভর্নর

» জাতীয় উদ্যানে বনভোজন করলে জেল, সংরক্ষিত বনে ভিডিও করলেও সাজা

» ‘রাজনৈতিক চাপের আশঙ্কা থাকলে নির্বাচন সামলানো কঠিন’: আইজিপি

সম্প্রতি