নিজস্ব বার্তা পরিবেশক

রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

‘অপারেশন ডেভিল হান্টের’ কারণ ব্যাখ্যা করলেন স্বরাষ্ট্র সচিব

‘অপারেশন ডেভিল হান্টের’ কারণ ব্যাখ্যা করলেন স্বরাষ্ট্র সচিব

রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

সরকার দেশকে ‘অস্থিতিশীল’ করার যে কোনো প্রচেষ্টা ঠেকাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, ‘বিপ্লব যে দেশে হয়, সেখানে ‘পরাজিত শক্তিকে সাধারণত রাখা হয় না’।

তবে তিনি বলেন সরকার ‘অমানবিক হতে চায়নি। তাই যারা ভয়ের কারণে বা চাপের মুখে আগের সরকারকে সমর্থন করেছে, তাদের বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে, তবে ‘ডাইহার্ড’ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনার পর সরকার শনিবার থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করার ঘোষণা দেয়। এই অভিযানে সেনা, নৌ ও বিমানবাহিনীসহ পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড একযোগে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সচিব নাসিমুল গনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টা রুখতে আমরা যৌথভাবে কাজ করছি। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

অভিযান পরিচালনার নেতৃত্বে কারা এই প্রশ্নে সচিব বলেন, ‘এটা পুলিশের অভিযান। সেনাবাহিনী সহায়তা করছে, তবে নেতৃত্ব পুলিশের হাতেই থাকবে।’ অভিযান শুরুর পর কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য তিনি দিতে পারেননি।

অভিযানের নামকরণ প্রসঙ্গে সচিব বলেন, “প্রত্যেকটি অভিযানের একটি কোড নাম থাকে। পুলিশের ও ম্যাজিস্ট্রেটের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, যা ‘ডেভিল হান্ট’ অভিযানে প্রয়োগ করা হচ্ছে।”

পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি জানান, ‘এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে।’

সচিব আরও বলেন, ‘আমরা আগের মতো আইন প্রয়োগ করতে পারব না। আইনের প্রকৃত চেতনাকে বজায় রেখেই কাজ করতে হবে।’ এজন্য পুলিশ বাহিনী, জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রসিকিউটরদের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানান তিনি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কিছু শীর্ষ অপরাধীর জামিন প্রসঙ্গে সচিব বলেন, ‘অনেকেই মনে করেছিল কারাগার থেকে বের হলে তাদের অসুবিধা হবে। তবে ২০-২৫ বছর সাজা খাটা কেউ যদি এখনও অপরাধে লিপ্ত থাকে, তবে ব্যবস্থা নেয়া হবে।’

দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তনের কারণেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের মনোবল দুর্বল হয়েছে, অনেক থানা পুড়িয়ে দেয়া হয়েছে। তাই সব বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।’

সচিব জানান, আগামীকাল মানবাধিকার ও পরিবেশবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত থাকবেন। তিনি বলেন, ‘এই মানবাধিকার কারণেই আমাদের আন্দোলনটি হয়েছিল।’

এক সাংবাদিক পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের ‘পুলিশ সদস্যদের ঐক্যবদ্ধ করার চেষ্টা’ নিয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘আমরা দেখছি।’ তবে সঙ্গে এ-ও বলেন, ‘সব কথা বলা যাবে না।’

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান