image

সূচনা ফাউন্ডেশনের আয়কর সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্ত

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেওয়া দানও এত দিন করমুক্ত থাকলেও, সেই সুবিধা বাতিল করা হয়েছে।

সোমবার এনবিআর এ–সংক্রান্ত আদেশ জারি করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) ২০১৬ সালে সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর ২০১৬ সালের ৬ এপ্রিল এবং ২০২৩ সালের ১৯ জুন দুটি পৃথক প্রজ্ঞাপনার মাধ্যমে সংস্থাটিকে কর–সুবিধা দেওয়া হয়েছিল। সোমবারের আদেশের মাধ্যমে দুটি প্রজ্ঞাপনই বাতিল করা হয়েছে।

বর্তমানে সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, গত বছরের ২৪ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সংস্থাটির ব্যাংক হিসাব স্থগিতের (জব্দ) নির্দেশ দেয়।

এনবিআরের নতুন সিদ্ধান্তের ফলে ফাউন্ডেশনের সব ধরনের কর সুবিধা বাতিল হয়ে গেল।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি