image

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু, রোগীর সংখ্যা বেড়েছে ১৩৪০

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে এক জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন নতুন রোগী। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হল। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৪০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যিনি মারা গেলেন, তিনি খুলনা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় তিন জন, চট্টগ্রাম বিভাগে সাত জন, খুলনা বিভাগে চার জন এবং বরিশাল বিভাগে দুই জন রোগী ভর্তি হয়েছেন।

গত একদিনে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, এবং সিলেট বিভাগে কোনো রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৪৫ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৫ জন; ৫৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

বাংলাদেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যার হিসেবে বাংলাদেশে ২০২৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

২০২২ সালে সারাদেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।

‘জাতীয়’ : আরও খবর

» এনসিটি নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যায়: হাইকোর্ট

» রিট সরাসরি খারিজ, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

» কার্ড জটিলতা নিরসনে ইসিকে সাংবাদিকদের আলটিমেটাম

» বিইআরসির গণশুনানি: বেশি দামে তেল বিক্রি, ভোক্তাদের তোপের মুখে বিপিসি

» টেংরাটিলা বিস্ফোরণ: আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে

» কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

» প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে ভোট চাওয়া দ-নীয় অপরাধ: ইসি

সম্প্রতি