alt

জাতীয়

আবারও শাহবাগ অবরোধ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের: জলকামান, লাঠিচার্জেও অনড়, টেনে-হিঁচড়ে সরালো পুলিশ, আটক ১৪

নিজস্ব বার্তা পরিবেশক : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে প্রথমে জলকামান ব্যবহার করে পুলিশ, পরে টেনে হেঁচড়ে সরিয়ে দেয় -সংবাদ

আন্দোলনের ৮ম দিন বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরেও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। তারা অন্যান্য দিনের মতো বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় চারদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা পুলিশের কথা শোনেননি। একপর্যায়ে বেলা দুইটার দিকে পুলিশ জলকামান থেকে গরম পানি ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু লাঠিচার্জ, জলকামান উপেক্ষা করেই সড়কে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। একটা পর্যায়ে টেনেহিঁচড়ে সড়ক থেকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে পাশেই জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েক শ’ চাকরি প্রত্যাশী শাহবাগ মোড় অবরোধ করেন। এতে ওই রুট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি দীর্ঘ যানজটের। পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বললেও যাচ্ছিল না তারা।

পরে দুপুর আড়াইটার দিকে অবরোধকারীদের রাস্তা থেকে সরাতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার শুরু করে পুলিশ। জলকামানের পানিতে আন্দোলনকারীরা ভিজে যান। আন্দোলনস্থলে পানি জমে যায়। আন্দোলনকারীরা পানির ভেতরই আর জলকামানের পানি উপেক্ষা করে ব্যানার গায়ে দিয়ে শুয়ে থাকেন। ফলে কয়েক দফায় পানি নিক্ষেপ করেও তাদের সরানো যাচ্ছিল না। এতে পুলিশ লাঠিচার্জ করতে থাকে।

তাতেও সরানো যাচ্ছিল না আন্দোলনকারীদের। দেখা যায়, নারী পুলিশ সদস্যরা আন্দোলনে অংশ নেয়া নারীদের সেখান থেকে সরে যেতে লাঠিচার্জ করছেন। তাতেও সরছেন না আন্দোলনকারীরা। বরং তারা আরও জড়ো হয়ে একত্রে শুয়ে পড়েন। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়। ব্যাপক গতিতে জলকামান দিয়ে পাটি ছিটানোর ফলে কয়েকজন নারী অসুস্থ হয়ে পড়েন।

তাদের ঘিরে রাখেন অন্য নারীরা। দীর্ঘ সময় ধরে এভাবে কাজ না হওয়ায় পুলিশ টেনেহিঁচড়ে আন্দোলনকারীদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন। তবে তারা সেখানেই অবস্থান করবেন বলে বেলা ৩টার দিকে জানিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ মনসুর বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। এ সময় ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘ওরা বয়সে ছোট, বারবারই একই ভুল করছে। আমরা চেষ্টা করছিলাম রাস্তাটা ফাঁকা করার জন্য। তাই কয়েকজনকে নিয়ে আসছি। তবে যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেয়া হবে। ‘আপাতত সাতজন পুরুষ ও সাতজন নারী আন্দোলনকারীকে নিয়ে আসা হয়েছে। আমরা তাদের ছেড়ে দেব।’

আন্দোলনরত শিক্ষকেরা বলেন, আমরা মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছি। পুলিশ ভ্যারিফাই করেই আমাদের নিয়োগ দেয়া হয়েছে। আমাদের কেন আন্দোলন করতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমরা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি। কোনো উপদেষ্টা কথা বলছেন না। আমরা কী এই দেশের নাগরিক নই? আমরা তো ছাত্রদের পাশে ছিলাম। এখন আমাদের পাশে ছাত্র প্রতিনিধি নেই কেন?

এদিকে, জাতীয় জাদুঘরের সামনে টানা চতুর্থ দিনের মতো অবস্থান নেন আন্দোলনকারী। দুপুরে কিছু সময়ের জন্য তারা শাহবাগ মোড় অবরোধ করলেই এ হট্টগোল বাধে। এ নিয়ে ৮ম দিনে গড়িয়েছে তাদের আন্দোলন। এর আগে চারদিন একই দাবিতে তারা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগ প্রত্যাশীরা ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি ‘জাস্টিস ফর টিচার’, ‘লং মার্চ টু ঢাকা’ শুরু হবে। ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেয়া হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি অবরোধ করে আন্দোলন করায় শাহবাগ ও আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। একে সপ্তাহের শেষ কর্মদিবস, অন্যদিকে গুরুত্বপূর্ণ এই সিগন্যাল পয়েন্ট আটকা থাকায় কোন দিকেই যানবাহন যেতে পারছিল না। ফলে কারওয়ান বাজার, বাংলামটর, সায়েন্সল্যাব, মৎস্য ভবনসহ আশপাশের এলাকাও তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্যক্তিগত গাড়িগুলো আশপাশের গলি দিয়ে গন্তব্যে যেতে পারলেও ঠাঁই দাঁড়িয়ে থাকে যাত্রাবাহী বাস। এতে দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েন। শাহবাগে হাসপাতালে আসা রোগী ও স্বজনরাও ভোগান্তিতে পড়েছেন। প্রায় ৩টার দিকে আন্দোনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ব্যস্ততম এই মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।

ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান শাকিল বলেন, এমনেই শাহবাগ মোড়ে যানজট থাকে। এর মধ্যে আবার শিক্ষকরা সড়ক অবরোধের ফলে একটু যানজটের সৃষ্টি হয়। তবে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

ছবি

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা

হাসিনাকে ফেরানোর বিষয়টি রাজনৈতিক-কূটনৈতিক সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়

‘ডেভিল হান্টে’র ৫ম দিনে আরও ৫৬৬ জন গ্রেপ্তার

আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি, নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন: জাতিসংঘের প্রতিবেদন

‘মার্চ টু ঢাকা’ ঠেকাতে হাসিনা সরকারের যে পরিকল্পনার কথা জানালো জাতিসংঘ

ছবি

আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করতে আহ্বান এইচআরডব্লিউ’র

ছবি

‘অপারেশন ডেভিল হান্ট’ এর পঞ্চম দিনে গ্রেপ্তার ৫৬৬

ছবি

২০ ফেব্রুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক পোলট্রি মেলা

ছবি

হাসিনাকে ফেরাতে ভারতকে তাগিদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক-কূটনৈতিক সিদ্ধান্ত:পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র

ছবি

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

ছবি

১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ছবি

প্রধান উপদেষ্টার নেতৃত্বে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন

ছবি

নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাটের আওতামুক্ত রাখতে হবে: মহিউদ্দিন রুবেল

ঢাকার বাইরেও ‘আয়নাঘর’ আছে, খুঁজে বের করা হবে: প্রেস সচিব

জাতীয় সংসদ নির্বাচনে ২৮০০ কোটি টাকা চাইলো ইসি

ছবি

আওয়ামী লীগ দেশে ‘আইয়ামে জাহেলিয়া’ প্রতিষ্ঠা করেছিল: প্রধান উপদেষ্টা

শেখ হাসিনা, তার সরকার ও দলের শীর্ষদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ‘প্রমাণ’ পেয়েছে জাতিসংঘ

মৃত্যুদণ্ড থাকলে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় সহযোগিতা ‘করবে না’ জাতিসংঘ

ছবি

টর্চার সেলে আটক থাকার কক্ষ শনাক্ত করলেন দুই উপদেষ্টা

ছবি

শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২৮০০ কোটি টাকা চাইল ইসি

ছবি

আ. লীগ সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করেছিল

হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার

ছবি

বাংলাদেশের জন্য আজ ঐতিহাসিক দিন: শফিকুল আলম

বিক্ষোভকারীদের দমাতে ‘প্রাণঘাতি বলপ্রয়োগের’ নির্দেশ দেয় সরকার : জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন

ছবি

ডেভিল হান্টে অস্ত্র উদ্ধার ‘আশানুরূপ নয়’: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

দেশি-বিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাঘর পরিদর্শনে ড. ইউনূস

ছবি

বইমেলায় হামলা: মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত

ছবি

সংস্কারের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চান প্রধান উপদেষ্টা

ছবি

সংবিধান সংস্কার কমিশনের জরিপ : ‌নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় ৮৬% মানুষ

ছবি

অপারেশন ডেভিল হান্ট: অভিযানের তৃতীয় দিনে গ্রেপ্তার ৬০৭ জন

গরম শুরুর আগেই আদানির পুরো বিদ্যুৎ চাইছে বাংলাদেশ

ছবি

শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, দাবি পূরণে ২৪ ঘণ্টা

ছবি

‘ডেভিল হান্টের’ তৃতীয় দিনে হাতিয়ায় গোলাগুলি, বোমা বিস্ফোরণ

ছবি

দুর্নীতি: আরও খারাপ হয়েছে বাংলাদেশের অবস্থা, বলছে টিআইবি

tab

জাতীয়

আবারও শাহবাগ অবরোধ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের: জলকামান, লাঠিচার্জেও অনড়, টেনে-হিঁচড়ে সরালো পুলিশ, আটক ১৪

নিজস্ব বার্তা পরিবেশক

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে প্রথমে জলকামান ব্যবহার করে পুলিশ, পরে টেনে হেঁচড়ে সরিয়ে দেয় -সংবাদ

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

আন্দোলনের ৮ম দিন বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরেও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। তারা অন্যান্য দিনের মতো বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় চারদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা পুলিশের কথা শোনেননি। একপর্যায়ে বেলা দুইটার দিকে পুলিশ জলকামান থেকে গরম পানি ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু লাঠিচার্জ, জলকামান উপেক্ষা করেই সড়কে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। একটা পর্যায়ে টেনেহিঁচড়ে সড়ক থেকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে পাশেই জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েক শ’ চাকরি প্রত্যাশী শাহবাগ মোড় অবরোধ করেন। এতে ওই রুট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি দীর্ঘ যানজটের। পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বললেও যাচ্ছিল না তারা।

পরে দুপুর আড়াইটার দিকে অবরোধকারীদের রাস্তা থেকে সরাতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার শুরু করে পুলিশ। জলকামানের পানিতে আন্দোলনকারীরা ভিজে যান। আন্দোলনস্থলে পানি জমে যায়। আন্দোলনকারীরা পানির ভেতরই আর জলকামানের পানি উপেক্ষা করে ব্যানার গায়ে দিয়ে শুয়ে থাকেন। ফলে কয়েক দফায় পানি নিক্ষেপ করেও তাদের সরানো যাচ্ছিল না। এতে পুলিশ লাঠিচার্জ করতে থাকে।

তাতেও সরানো যাচ্ছিল না আন্দোলনকারীদের। দেখা যায়, নারী পুলিশ সদস্যরা আন্দোলনে অংশ নেয়া নারীদের সেখান থেকে সরে যেতে লাঠিচার্জ করছেন। তাতেও সরছেন না আন্দোলনকারীরা। বরং তারা আরও জড়ো হয়ে একত্রে শুয়ে পড়েন। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়। ব্যাপক গতিতে জলকামান দিয়ে পাটি ছিটানোর ফলে কয়েকজন নারী অসুস্থ হয়ে পড়েন।

তাদের ঘিরে রাখেন অন্য নারীরা। দীর্ঘ সময় ধরে এভাবে কাজ না হওয়ায় পুলিশ টেনেহিঁচড়ে আন্দোলনকারীদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন। তবে তারা সেখানেই অবস্থান করবেন বলে বেলা ৩টার দিকে জানিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ মনসুর বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। এ সময় ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘ওরা বয়সে ছোট, বারবারই একই ভুল করছে। আমরা চেষ্টা করছিলাম রাস্তাটা ফাঁকা করার জন্য। তাই কয়েকজনকে নিয়ে আসছি। তবে যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেয়া হবে। ‘আপাতত সাতজন পুরুষ ও সাতজন নারী আন্দোলনকারীকে নিয়ে আসা হয়েছে। আমরা তাদের ছেড়ে দেব।’

আন্দোলনরত শিক্ষকেরা বলেন, আমরা মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছি। পুলিশ ভ্যারিফাই করেই আমাদের নিয়োগ দেয়া হয়েছে। আমাদের কেন আন্দোলন করতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমরা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি। কোনো উপদেষ্টা কথা বলছেন না। আমরা কী এই দেশের নাগরিক নই? আমরা তো ছাত্রদের পাশে ছিলাম। এখন আমাদের পাশে ছাত্র প্রতিনিধি নেই কেন?

এদিকে, জাতীয় জাদুঘরের সামনে টানা চতুর্থ দিনের মতো অবস্থান নেন আন্দোলনকারী। দুপুরে কিছু সময়ের জন্য তারা শাহবাগ মোড় অবরোধ করলেই এ হট্টগোল বাধে। এ নিয়ে ৮ম দিনে গড়িয়েছে তাদের আন্দোলন। এর আগে চারদিন একই দাবিতে তারা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগ প্রত্যাশীরা ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি ‘জাস্টিস ফর টিচার’, ‘লং মার্চ টু ঢাকা’ শুরু হবে। ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেয়া হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি অবরোধ করে আন্দোলন করায় শাহবাগ ও আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। একে সপ্তাহের শেষ কর্মদিবস, অন্যদিকে গুরুত্বপূর্ণ এই সিগন্যাল পয়েন্ট আটকা থাকায় কোন দিকেই যানবাহন যেতে পারছিল না। ফলে কারওয়ান বাজার, বাংলামটর, সায়েন্সল্যাব, মৎস্য ভবনসহ আশপাশের এলাকাও তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্যক্তিগত গাড়িগুলো আশপাশের গলি দিয়ে গন্তব্যে যেতে পারলেও ঠাঁই দাঁড়িয়ে থাকে যাত্রাবাহী বাস। এতে দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েন। শাহবাগে হাসপাতালে আসা রোগী ও স্বজনরাও ভোগান্তিতে পড়েছেন। প্রায় ৩টার দিকে আন্দোনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ব্যস্ততম এই মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।

ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান শাকিল বলেন, এমনেই শাহবাগ মোড়ে যানজট থাকে। এর মধ্যে আবার শিক্ষকরা সড়ক অবরোধের ফলে একটু যানজটের সৃষ্টি হয়। তবে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

back to top