যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’র দুই দিনে আর ৯৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ২৪ ঘণ্টায় ‘ডেভিল হান্টে’র অভিযানে ৪৪৭ জন। বিশেষ অভিযানের বাইরে আরও ১৩৪৭ জন গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার ‘অপারেশন ডেভিল হান্টে’র অভিযানে ৫০৯ জন ও বিশেষ অভিযানের বাইরে অন্যান্য মামলাও আরও ১,৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে, অস্ত্র ও গুলিসহ অন্যান্য আলামত। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ২টি, গুলি ২০ রাউন্ড, ছুরি ও চাকু ৩টি, রাম দা ২টি, হেমার ৩টি। ওয়ান শুটার গান ১টি, কার্তুজ ১টি, চাইনিজ চাপাতি ২টিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে বলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানিয়েছেন। রাজধানী বিভাগের পুলিশের একজন কর্মকর্তা
জানিয়েছেন, শুক্রবার ও শনিবার পর্যন্ত রাজশাহী বিভাগে আরও ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ৭০ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য। অভিযান আরও জোরদার হয়েছে। গাজীপুরসহ দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’র দুই দিনে আর ৯৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ২৪ ঘণ্টায় ‘ডেভিল হান্টে’র অভিযানে ৪৪৭ জন। বিশেষ অভিযানের বাইরে আরও ১৩৪৭ জন গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার ‘অপারেশন ডেভিল হান্টে’র অভিযানে ৫০৯ জন ও বিশেষ অভিযানের বাইরে অন্যান্য মামলাও আরও ১,৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে, অস্ত্র ও গুলিসহ অন্যান্য আলামত। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ২টি, গুলি ২০ রাউন্ড, ছুরি ও চাকু ৩টি, রাম দা ২টি, হেমার ৩টি। ওয়ান শুটার গান ১টি, কার্তুজ ১টি, চাইনিজ চাপাতি ২টিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে বলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানিয়েছেন। রাজধানী বিভাগের পুলিশের একজন কর্মকর্তা
জানিয়েছেন, শুক্রবার ও শনিবার পর্যন্ত রাজশাহী বিভাগে আরও ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ৭০ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য। অভিযান আরও জোরদার হয়েছে। গাজীপুরসহ দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।