নাসরীন গীতি

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ছয় মাসেও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলার আসামি

আসামি ও তার পরিবারের সঙ্গে পুলিশের যোগাযোগের অভিযোগ বাদীর শিগগিরই মামলাটি ধর্ষণ মামলায় রূপান্তর এবং আসামিকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ

image
ধর্ষণে শিশু আছিয়ার মৃত্যুতে রাজধানীতে কাফনের কাপড় পরে প্রতিবাদ

ছয় মাসেও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলার আসামি

আসামি ও তার পরিবারের সঙ্গে পুলিশের যোগাযোগের অভিযোগ বাদীর শিগগিরই মামলাটি ধর্ষণ মামলায় রূপান্তর এবং আসামিকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
নাসরীন গীতি

সময়টা- গত বছরের অক্টোবরের মাঝামাঝি। বুদ্ধিতে কিছুটা কম বলে অনেকেই ডাকে পাগলি বলে, দৃষ্টির জোরও খানিক কম। তা সত্ত্বেও ঘরকন্নার কাজ নিয়ে ছিল ভালোই। কিন্তু একই গ্রামের বাসিন্দা মতিন চন্দ্র বর্মণের নজর পড়ে এই দৃষ্টি ও বুদ্ধিপ্রতিবন্ধী নারীর ওপর। ধর্ষণের শিকার হন তিনি। ঘটনার সপ্তাহখানেক পর মামলা করতে গেলে পুলিশ নেয় ‘ধর্ষণের চেষ্টা’ মামলা। তারপর ছয় মাস পার হয়েছে। এখনও আসামি আছে পুলিশের ধরাছোঁয়ার বাইরে।

ঘটনাটি রংপুরের পীরগঞ্জে। দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী নারীর করা ধর্ষণ মামলার আসামি মতিন চন্দ্র বর্মণকে এতদিনেও গ্রেপ্তার করতে পারেনি পীরগঞ্জ থানা পুলিশ। বাদীপক্ষের অভিযোগ, পুলিশ অজানা কারণে মামলার আসামি মতিকে গ্রেপ্তার করছে না।

জানা গেছে, উপজেলার চতরা ইউনিয়নের এক ভূমিহীনের স্ত্রী ঘটনার দিন সকাল ৯টার দিকে রান্না করছিলেন। এ সময় তাকে সেখান থেকে জোরপূর্বক তারই ঘরে তুলে নিয়ে ধর্ষণ করে মতিন। ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। পরে তার স্বামী বাদী হয়ে ২১ অক্টোবর থানায় মামলা রেকর্ড করে।

বাদীপক্ষের অভিযোগ, ঘটনার পর বাদী ধর্ষণের অভিযোগ দিতে পীরগঞ্জ থানায় যায়। কিন্তু, পীরগঞ্জ থানা সময়ক্ষেপণ করে অভিযোগ দেয়ার ৭২ ঘণ্টা পরে ধর্ষণের চেষ্টা দেখিয়ে মামলা রেকর্ড করে। সেসময় ধর্ষণের শিকার ওই নারীর মেডিকেল টেস্ট নিয়েও টালবাহানা করে পুলিশ।

পরে ভিকটিম আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে তাকে ধর্ষণের কথা জানায়। তার বক্তব্যের

পরিপ্রেক্ষিতে আদালত মেডিকেল টেস্ট করানোর জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়। তিন মাস পর আদালতের নির্দেশনা মোতাবেক ওই নারীর মেডিকেল টেস্ট করা হয়।

ভিকটিমের অভিযোগ, আদালতের নির্দেশনা আসার পরও তখনকার পীরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা এসআই মো. হাবিবুর রহমান তাদের মেডিকেল টেস্ট না করাতে নিরুৎসাহিত করে। তারপর ভিকটিমের পরিবারের সহযোগিতায় বিচার পেতে তারা মেডিকেল টেস্ট করেন। তখন তিনিই ধর্ষণ মামলা না নিয়ে মামলাটিকে ‘ধর্ষণের চেষ্টা’র মামলা হিসেবে রেকর্ড করে।

স্থানীয়রা বলছেন, এই মামলার আসামি মতিন তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে। অথচ পুলিশ তাকে ধরতে পারছে না। তার পরিবারের সঙ্গে থানা পুলিশেরও যোগাযোগ রয়েছে বলেও দাবি এলাকাবাসীর।

তারা বলছেন, আসামি মতিন চন্দ্রের পরিবার স্থানীয়ভাবে কিছুটা প্রভাবশালী হওয়ায় পুলিশের সঙ্গে সখ্য গড়ে তুলে বিচারের কাজ ব্যাহত করছে।

ক্ষমতাধরের নমুনা বোঝাতে এলাকাবাসী জানায়, আসামির বাবা যতিন বর্মণের জমি থাকা সত্ত্বেও বড় ভগবানপুর হিন্দুপাড়ায় আশ্রয়ণ প্রকল্পে তাদের পরিবারের নামে দু’টি ঘর বরাদ্দ নিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি।

এ ব্যাপারে রংপুর পুলিশ সুপার মো. আবু সায়েম বলেন, শিগগিরই মামলাটি ‘ধর্ষণ’ মামলায় রূপান্তর করা হবে। আসামিকেও গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলবে।

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান

» সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ২৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

সম্প্রতি