বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্যে বাংলাদেশের দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি ভারত সফরে গিয়ে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়। তার এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কে কোনো বড় প্রভাব ফেলে না। দেশের সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে রয়েছে। এই উত্তরণ প্রক্রিয়ার দিকে আন্তর্জাতিক সম্প্রদায় নজর রাখছে। অর্থনীতির অগ্রগতি ধরে রাখা এবং কাঠামোগত প্রস্তুতি নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অর্থ উপদেষ্টা জানান, “বাংলাদেশের অবস্থান সার্বিকভাবে সন্তোষজনক। আমাদের কিছু ভুলত্রুটি থাকলেও, সামগ্রিকভাবে অগ্রগতি অব্যাহত রয়েছে। আমাদের বলা হয়েছে, ‘যদি বাংলাদেশ উত্তরণ ঘটাতে পারে, তাহলে অন্যান্য স্বল্পোন্নত দেশও সাহস পাবে।’ এটি আমাদের জন্য গৌরবের বিষয়, তবে উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।”
তিনি আরও বলেন, যদি কোনো বড় চ্যালেঞ্জ সামনে আসে এবং তা সমাধান করা কঠিন হয়ে দাঁড়ায়, তখন পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ‘খাদের কিনারায়’ দাঁড়িয়ে। এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ একসময় কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, তবে আমরা এখন সেই অবস্থা থেকে ফিরে এসেছি।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেন, “বাইরের সবাই কি সবকিছু জেনেশুনে লেখেন? তাঁরা নিজেদের মতো করে অনেক কিছুই লিখে থাকেন।”
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি আশাবাদী মন্তব্য করে বলেন, “আমরা জানি, দেশের ভেতরে কী হচ্ছে। এত হতাশ হওয়ার কারণ নেই। আমাদের অগ্রগতি অব্যাহত থাকবে।”
এখন দেখার বিষয়, বাংলাদেশ কিভাবে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্তিশালী করে।
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্যে বাংলাদেশের দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি ভারত সফরে গিয়ে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়। তার এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কে কোনো বড় প্রভাব ফেলে না। দেশের সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে রয়েছে। এই উত্তরণ প্রক্রিয়ার দিকে আন্তর্জাতিক সম্প্রদায় নজর রাখছে। অর্থনীতির অগ্রগতি ধরে রাখা এবং কাঠামোগত প্রস্তুতি নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অর্থ উপদেষ্টা জানান, “বাংলাদেশের অবস্থান সার্বিকভাবে সন্তোষজনক। আমাদের কিছু ভুলত্রুটি থাকলেও, সামগ্রিকভাবে অগ্রগতি অব্যাহত রয়েছে। আমাদের বলা হয়েছে, ‘যদি বাংলাদেশ উত্তরণ ঘটাতে পারে, তাহলে অন্যান্য স্বল্পোন্নত দেশও সাহস পাবে।’ এটি আমাদের জন্য গৌরবের বিষয়, তবে উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।”
তিনি আরও বলেন, যদি কোনো বড় চ্যালেঞ্জ সামনে আসে এবং তা সমাধান করা কঠিন হয়ে দাঁড়ায়, তখন পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ‘খাদের কিনারায়’ দাঁড়িয়ে। এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ একসময় কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, তবে আমরা এখন সেই অবস্থা থেকে ফিরে এসেছি।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেন, “বাইরের সবাই কি সবকিছু জেনেশুনে লেখেন? তাঁরা নিজেদের মতো করে অনেক কিছুই লিখে থাকেন।”
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি আশাবাদী মন্তব্য করে বলেন, “আমরা জানি, দেশের ভেতরে কী হচ্ছে। এত হতাশ হওয়ার কারণ নেই। আমাদের অগ্রগতি অব্যাহত থাকবে।”
এখন দেখার বিষয়, বাংলাদেশ কিভাবে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্তিশালী করে।