বাংলাদেশ নিয়ে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে ‘গুরুতর’ বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গ্যাবার্ডের বক্তব্যের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া ইতোমধ্যে জানানো হয়েছে। একই সরকার থেকে ভিন্ন প্রতিক্রিয়া আসতে পারে না।”
গ্যাবার্ডের বক্তব্য ও বাংলাদেশের প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাবার্ড দাবি করেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে নিপীড়ন, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে, যা মার্কিন প্রশাসনের জন্য উদ্বেগজনক।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার দপ্তর সোমবার রাতেই ‘গভীর উদ্বেগ ও হতাশা’ প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, “গ্যাবার্ডের মন্তব্যের পেছনে কোনো তথ্যপ্রমাণ নেই। এতে পুরো জাতিকে অযৌক্তিকভাবে চিত্রিত করা হয়েছে।”
“বাংলাদেশও অন্যান্য দেশের মতো চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তবে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সরকার এই বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করছে।”
দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “এটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় কোনো পরিবর্তন আনবে না।”
কে এই তুলসী গ্যাবার্ড?
অনেকে তাকে ভারতীয় বংশোদ্ভূত ভাবলেও, তুলসী গ্যাবার্ড ভারতীয় নন।
- ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু কংগ্রেস সদস্য, ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত হাওয়াই থেকে এমপি ছিলেন।
- মার্কিন আর্মি ন্যাশনাল গার্ডে দুই দশকের বেশি সময় যুক্ত ছিলেন, ইরাক ও কুয়েতেও মোতায়েন ছিলেন।
- ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন দৌড়ে ছিলেন, তবে শেষ পর্যন্ত বাইডেনের বিপক্ষে হার মানেন।
- ২০২২ সালে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়ে দেন এবং ২০২৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। বর্তমানে **ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে কাজ করছেন।
বুধবার, ১৯ মার্চ ২০২৫
বাংলাদেশ নিয়ে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে ‘গুরুতর’ বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গ্যাবার্ডের বক্তব্যের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া ইতোমধ্যে জানানো হয়েছে। একই সরকার থেকে ভিন্ন প্রতিক্রিয়া আসতে পারে না।”
গ্যাবার্ডের বক্তব্য ও বাংলাদেশের প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাবার্ড দাবি করেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে নিপীড়ন, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে, যা মার্কিন প্রশাসনের জন্য উদ্বেগজনক।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার দপ্তর সোমবার রাতেই ‘গভীর উদ্বেগ ও হতাশা’ প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, “গ্যাবার্ডের মন্তব্যের পেছনে কোনো তথ্যপ্রমাণ নেই। এতে পুরো জাতিকে অযৌক্তিকভাবে চিত্রিত করা হয়েছে।”
“বাংলাদেশও অন্যান্য দেশের মতো চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তবে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সরকার এই বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করছে।”
দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “এটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় কোনো পরিবর্তন আনবে না।”
কে এই তুলসী গ্যাবার্ড?
অনেকে তাকে ভারতীয় বংশোদ্ভূত ভাবলেও, তুলসী গ্যাবার্ড ভারতীয় নন।
- ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু কংগ্রেস সদস্য, ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত হাওয়াই থেকে এমপি ছিলেন।
- মার্কিন আর্মি ন্যাশনাল গার্ডে দুই দশকের বেশি সময় যুক্ত ছিলেন, ইরাক ও কুয়েতেও মোতায়েন ছিলেন।
- ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন দৌড়ে ছিলেন, তবে শেষ পর্যন্ত বাইডেনের বিপক্ষে হার মানেন।
- ২০২২ সালে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়ে দেন এবং ২০২৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। বর্তমানে **ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে কাজ করছেন।