আজ ঢাকা বাতাস ‘অস্বাস্থ্যকর’,বিশ্বের তৃতীয় দূষিত শহর

বুধবার, ১৯ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১৯৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি।

https://sangbad.net.bd/images/2025/March/19Mar25/news/Screenshot%202025-03-19%20085827.jpg

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী, AQI মান ৫০-এর নিচে থাকলে তা নিরাপদ ধরা হয়। কিন্তু ঢাকায় গত কয়েক সপ্তাহ ধরে AQI ১৫০ ছাড়িয়ে যাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

AQI মান কত হলে কী বোঝায়?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুর মান নির্ণয়ের জন্য AQI স্কোরকে ছয়টি ভাগে ভাগ করা হয়—

https://sangbad.net.bd/images/2025/March/19Mar25/news/Screenshot%202025-03-19%20085100.jpg

ঢাকার AQI ১৫০-২০০ এর মধ্যে ওঠানামা করছে, যা শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণ নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ির বাইরে কম বের হতে বলা হয়েছে। শহরে সবুজায়ন ও গাছপালা বৃদ্ধির মাধ্যমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে, এই বায়ু দূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর অন্তত ৭০ লাখ মানুষ মারা যায়।

‘জাতীয়’ : আরও খবর

» ‘এটি আমাদেরও’: সংস্কৃতি আবারও পাকিস্তানে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত

সম্প্রতি