সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ১৯ মার্চ ২০২৫

পল্লবীতে ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার নারী সাংবাদিক, গ্রেপ্তার ২

পল্লবীতে ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার নারী সাংবাদিক, গ্রেপ্তার ২

বুধবার, ১৯ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর পল্লবীর বারনটেকের ‘গ্রিন সিটি’ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এক নারী সাংবাদিককে সারারাত আটকে রেখে ‘দলবদ্ধভাবে ধর্ষণের’ অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতের এ ঘটনায় মঙ্গলবার দায়ের করা মামলায় ৮ জনের নাম দিয়ে এবং পরিচয় না দিয়ে আরও ৮ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় এনামুল হক (৩৮) ও হামিদুর রহমানকে (৫০) গ্রেপ্তারের তথ্য দিয়েছেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম। অসামাজিক কাজের সংবাদ সংগ্রহের কথা বলে তাকে ডেকে নেয়া হয়। পরে রাত থেকে সকাল পর্যন্ত একটি নির্মার্ণাধীন ভবনে আটকে রেখে ‘ধর্ষণ’ করা হয় বলে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন। ঘটনার শিকার নারীকে মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ওই নারী একটি স্বল্প প্রচলিত সংবাদমাধ্যমের সাংবাদিক বলে পুলিশকে পরিচয় দিয়েছেন।

ওসি নজরুল বলেন, ‘আমরা ধারণা করছি যারা এই মামলার আসামি তাদের কেউ যোগসাজশ করে তাকে ডেকে আনে। এরপর রাত থেকে সকাল পর্যন্ত একটি নির্মাণাধীন ভবনে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। ‘পরে সকালে তিনি ৯৯৯ এ ফোন করলে প্রথমে সেখানে ক্যান্টনমেন্ট থানার পুলিশ যায়। পরে ঘটনাস্থল পল্লবী থানায় দেখে ক্যান্টনমেন্ট থানার দলটি ভুক্তভোগীকে উদ্ধার করে পল্লবী থানায় দিয়ে যায়।’ গ্রেপ্তার ব্যক্তি ও মামলার আসামিদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, এরা সবাই ওখানকার কেয়ারটেকার। পুলিশ

বলছে, পল্লবীর ওই জায়গায় অনেক বহুতল ভবন নির্মাণের কাজ চলছে।

একজনের স্বীকারোক্তি, অন্যজন কারাগারে

ধর্ষণের মামলায় এনামুল হক (৩৮) নামে এক আসামি আদালতে দোষস্বীকার করে জবানবন্দি দিয়েছে। হামিদুর রহমান রাসেল (৫৩) নামে অপরজনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ূম দুই আসামিকে আদালতে হাজির করেন। এনামুল হক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। হামিদুর রহমানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এনামুল হকের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এদিকে আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে হামিদুর রহমানের রিমান্ড শুনানির জন্য দিন ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাইয়ূম আদালতে উপস্থিত না থাকায় রিমান্ডের বিষয়ে শুনানি হয়নি। আগামী ২৩ মার্চ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। পল্লবী থানার (নারী-শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

‘জাতীয়’ : আরও খবর

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান

» সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ২৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

» বাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই: প্রণয় ভার্মা

» হিলিতে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

» জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু রোববার

» সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে একমাস সেনা মোতায়েনের দাবি

» চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে লাগেজে মিললো ৯০ লাখ টাকার সিগারেট

» নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’

» সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

» ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর

» ঢাকায় জ্বালানি সম্মেলন শুরু: নবায়নযোগ্য জ্বালানিতে ‘রাতারাতি জাম্প করা’ সম্ভব না, বললেন পরিবেশ উপদেষ্টা

» বিচার বিভাগ ‘নতুন প্রাতিষ্ঠানিক যুগে’ প্রবেশ করেছে, ‘দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা’ দূর হয়েছে: প্রধান বিচারপতি

» নারী কমিশনকে ‘আক্রমণ’: উপদেষ্টাদের ধরনা দিয়েও প্রতিকার পাননি ইফতেখারুজ্জামান

» দীর্ঘ বিমান ভ্রমণে সক্ষম নয় বলে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি: মেডিকেল বোর্ড

» পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন শুরু

» আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

» ভারতে শেখ হাসিনার অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

» ফায়ার সার্ভিস ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছে: উপদেষ্টা জাহাঙ্গীর

» ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

» তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

সম্প্রতি