ময়মনসিংহে টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “প্রাথমিক শিক্ষার জন্য ভৌত অবকাঠামোর উন্নয়ন দৃশ্যমান, তবে মান বাড়ছে না, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।”
উপদেষ্টা আরও বলেন, “আমরা প্রাথমিকে বিনা বেতনে পড়াচ্ছি, বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, তারপরও কেন অভিভাবকরা তাদের শিশুদের অন্য প্রতিষ্ঠানে পড়াচ্ছেন?”
তিনি জানান, শিক্ষকদের দায়িত্ব হল শিক্ষার মান বৃদ্ধি করা এবং শিশুরা যাতে মাতৃভাষায় পড়তে, লিখতে, বলতে ও গণিত করতে পারে তা নিশ্চিত করা।
মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন।
শনিবার, ২২ মার্চ ২০২৫
ময়মনসিংহে টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “প্রাথমিক শিক্ষার জন্য ভৌত অবকাঠামোর উন্নয়ন দৃশ্যমান, তবে মান বাড়ছে না, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।”
উপদেষ্টা আরও বলেন, “আমরা প্রাথমিকে বিনা বেতনে পড়াচ্ছি, বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, তারপরও কেন অভিভাবকরা তাদের শিশুদের অন্য প্রতিষ্ঠানে পড়াচ্ছেন?”
তিনি জানান, শিক্ষকদের দায়িত্ব হল শিক্ষার মান বৃদ্ধি করা এবং শিশুরা যাতে মাতৃভাষায় পড়তে, লিখতে, বলতে ও গণিত করতে পারে তা নিশ্চিত করা।
মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন।